নিলামে উঠছে অ্যাপল-১ কম্পিউটার

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » নিলামে উঠছে অ্যাপল-১ কম্পিউটার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫



অ্যাপল-১ কম্পিউটারবঙ্গনিউজ ডটকমঃ অ্যাপলের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের একটি নিলামে উঠছে। ২১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস এই কম্পিউটারটির নিলাম ডাকবে। তারা আশা করছে, অ্যাপল-১ পিসির দাম উঠতে পারে তিন লাখ ৩০ হাজার পাউন্ডে।

চার দশক আগে একটি বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা অ্যাপল-১ পিসি তৈরি করেন। তাঁদের তৈরি প্রথম ব্যাচের এই পিসি মূলত একটি মাদারবোর্ড। ৪৩৭ পাউন্ড দামে বাইট শপ এই পিসিগুলো কিনে তা বিক্রি করে। এই পিসি কিনলে তার সঙ্গে কেসিং, মনিটর ও কিবোর্ড আলাদা করে যুক্ত করতে হবে।

অ্যাপলের তৈরি প্রথম ব্যাচের এই অ্যাপল-১ পিসিটি টম রমকি নামের এক ব্যক্তির মালিকানায় ছিল। গত বছর এই ব্যাচের আরেকটি পিসির দাম পাঁচ লাখ ৬৩ হাজার ৯০৪ পাউন্ড উঠলে রমকি তাঁর পিসিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন।

অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, পিসিটি ভালো অবস্থায় আছে। প্রায় চার দশকের পুরোনো এটি। আমার দেখা অ্যাপল-১ পিসিগুলোর মধ্যে এটি সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে।

বোনহ্যামসের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পরিচালক ও নিলামকারী ক্যাসান্ড্রা হ্যাটন বলেন, পিসিটি বাইট শপের ফরমায়েশ দেওয়া ৫০টি পিসির মধ্যে একটি। নিরাপত্তা পেন নিয়ে এতে উদ্ভাবনী নম্বর লেখা আছে।

অ্যাপল-১ তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র ৬৬টি অ্যাপল-১ পিসি টিকে আছে।

বাংলাদেশ সময়: ১৩:৪১:১৮   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ