এক হয়ে যাচ্ছে রবি আর এয়ারটেল!

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » এক হয়ে যাচ্ছে রবি আর এয়ারটেল!
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫



রবি-এয়ারটেলবঙ্গনিউজ ডটকমঃ দেশের দুইটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল)একীভূত হয়ে ব্যবসা করার জন্য আলোচনা শুরু করেছে। এরই মধ্যে এ বিষয়ে বেশ কয়েকবার বৈঠক করেছে প্রতিষ্ঠান দুটির মালিক পক্ষ আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল লিমিটেড।

এ তথ্য নিশ্চিত করেছেন রবির কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা।

রবির কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে। সামনে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা বলেন, দুটি প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

উভয় প্রতিষ্ঠানের মধ্যে কবে নাগাদ চুক্তি সম্পন্ন হবে, এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে রবি ও এয়ারটেল কর্তৃপক্ষ। পাশাপাশি রবি এবং এয়ারটেল একীভূত হলে নতুন কোন নামে প্রতিষ্ঠান দুইটি পরিচালিত হবে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:২৪   ৩০৩ বার পঠিত  




বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ