তেজগাঁও বিজ্ঞান কলেজের ৪০ শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটক করেছে পুলিশ

Home Page » প্রথমপাতা » তেজগাঁও বিজ্ঞান কলেজের ৪০ শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটক করেছে পুলিশ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে রাজধানীর ফার্মগেটের একটি রেস্টুরেন্ট থেকে শিবির সন্দেহে ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই ঢাকা উত্তরের শিবিরকর্মী। নাশকতার জন্য রেস্টুরেন্টটিতে গোপনে বৈঠকে মিলিত হয়েছিল তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।
আটককৃততরা তেজগাঁও বিজ্ঞান কলেজসহ ঢাকার বিভিন্ন কলেজের ছাত্র বলে জানা গেছে। তারা সবাই রেটিনা কোচিং সেন্টারের শিক্ষার্থী। সায়েন্স ইয়ুথ ক্লাব তেজগাঁও ডিভিশন আয়োজিত ‘ক্যারিয়ার লাইফ লাইন প্রোগ্রাম’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিতে ওই রেস্টুরেন্টে এসেছিল তারা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় এনে এদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে দুজন শিবিরের সাথী পর্যায়ের সদস্য রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, রেটিনা কোচিংয়ের সাজেশন, লিফলেট ও ভর্তি ফরম উদ্ধার করা হয়েছে।

শিবিরের অস্বীকার
এদিকে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা ছাত্রশিবিরের কেউ নয় বলে দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান শুক্রবার রাতে এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার স্কাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪১ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে শিবিরকর্মী বলে চালিয়ে দিয়েছে পুলিশ। অথচ আজকে উল্লেখিত স্কাই রেস্টুরেন্টে ছাত্রশিবিরের কোনো বৈঠকই হয়নি। গ্রেপ্তারের পর পরই পুলিশের বক্তব্য অনুযায়ী বাংলানিউজ, বিডি নিউজসহ কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতারকৃতদেরকে শিবিরকর্মী বলে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের একজনের সাথেও ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই। সুতরাং পুলিশের বক্তব্য ও সে অনুযায়ী গণমাধ্যমে প্রকাশিত ছাত্রশিবিরের গোপন বৈঠকের খবরটিও ভিত্তিহীন।’
নেতৃবৃন্দ এমন বিভ্রান্তিকর খবর থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:০৪   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ