শাকিবের বিয়েতে নাচবেন অপু!

Home Page » বিনোদন » শাকিবের বিয়েতে নাচবেন অপু!
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫



‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানের শুটিংয়ের সময় শাকিব খান ও অপু বিশ্বাস‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানের শুটিংয়ের সময় শাকিব খান ও অপু বিশ্বাসবঙ্গনিউজ ডটকমঃ ইদানীং শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকে এমনও বলছেন— তাঁরা নাকি বিয়ের কাজটিও এরই মধ্যে সেরে ফেলেছেন! যদিও এ নিয়ে শাকিব ও অপু বলে আসছেন, তাঁরা দুজন শুধুই ‘ভালো বন্ধু’। এর বাইরে অন্য কিছু নাকি তাঁরা ভাবতেও চান না। ঈদ উপলক্ষে সম্প্রতি মাছরাঙা টিভিতে ‘কেমিস্ট্রি’ নামের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তাঁরা। সে অনুষ্ঠানে ‘শাকিব খানের বিয়েতে নাচবেন’— এমন ইচ্ছের কথা জানিয়েছেন অপু বিশ্বাস।


অনুষ্ঠান-সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, ‘পর্দায় নয়, বাস্তবেই শাকিব খানের বিয়ে নিয়ে রাজ্যের পরিকল্পনা করে রেখেছেন তাঁর পর্দা জুটি অপু বিশ্বাস। অপু বলেছেন, ‘শাকিবের বিয়েতে আমি নাচব। শুধু তাই নয়, ডালা-কুলা যাঁরা নেবেন, তাঁদের নেতৃত্ব দেব। অনেক মজা করব।’

বছর তিনেক আগে প্রথম আলোর সঙ্গে এক আলাপে শাকিব খান জানিয়েছিলেন, বছর দু-একের মধ্যেই বিয়ে করবেন তিনি। সম্প্রতি ঈদের জন্য ধারণকৃত মাছরাঙা টেলিভিশনের কেমিস্ট্রি অনুষ্ঠানেও তাঁর মুখে শোনা গেছে সেই একই কথা! শাকিব খান জানিয়েছেন, দু বছরের আগে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা নেই। আর এদিকে অপু বিশ্বাস জানিয়েছেন, আগামী পাঁচ বছরের আগে তিনি বিয়ের কথা মাথায় আনতে চান না।

অনুষ্ঠানে শাকিব আরও বলেছেন, স্ত্রী হিসেবে অপু হবেন ‘রাফ অ্যান্ড টাফ’। ‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানে এ দুজনের সম্পর্কের কেমিস্ট্রি বা রসায়নও ছিল উষ্ণ আর আন্তরিক। অনুষ্ঠানে কথার ফাঁকে শাকিবকে একটা ব্যাপারে মজার এক অনুরোধ করেন অপু। অপু বলেন, শাকিবের কাছে তাঁর চাওয়া হচ্ছে— শাকিব যেন অন্য নায়িকাদের থেকে তাঁকে একটু হলেও ‘আলাদা’ করে দেখেন। এই ‘আলাদা’ বিষয়টি নিয়ে আহ্লাদিত অপু বলেন, শাকিব সবাইকেই ‘ম্যাডাম’ বলে ডাকে। আমাকেও তাই। আমি আলাদা হলাম কি করে?

আর অপুর বিষয় নিয়ে শাকিব খান জানান, এখন পর্যন্ত কোনো দিনই নাকি অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি তিনি। জন্মদিনের উপহারও দেওয়া হয়নি তাঁকে। ঢাকাই চলচ্চিত্রের হালের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজ কেমিস্ট্রি’তে উপস্থাপিকা মুনমুনের সঙ্গে এক মজার আড্ডায় কথাচ্ছলে এসব জানান।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচারিত হবে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৪১   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ