নুসরাত ফারিয়ার পারিশ্রমিক ২৫ লাখ রুপি!

Home Page » বিনোদন » নুসরাত ফারিয়ার পারিশ্রমিক ২৫ লাখ রুপি!
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫



নুসরাত ফারিয়াবঙ্গনিউজ ডটকমঃনুসরাত ফারিয়ানুসরাত ফারিয়াবাংলাদেশের মেয়ে নুসরাত ফারিয়ার শিগগিরই বলিউডের ছবিতে অভিষেক হতে যাচ্ছে এ খবর বেরিয়েছে মাত্র দুদিন আগেই। ‘গাওয়াহ্‌: দ্য উইটনেস’ নামের ছবিতে বলিউডের অভিনেতা ইমরান হাসমির বিপরীতে নুসরাতের অভিনয় করার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে অরবিন্দ ক্রিয়েশন হাউসের ব্যানারে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা অক্টোবর মাসের শেষের দিকে। তবে, এই ছবি আর নুসরাতকে নিয়ে আরেকটি নতুন খবরও আছে।

‘গাওয়াহ: দ্য উইটনেস’ ছবিটিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়া নাকি পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ২৫ লাখ রুপি!

এ ব্যাপারে ফারিয়া কি বলেন? তাঁর বক্তব্য- ‘কথাবার্তা এমনটিই হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে বলিউডের মতো এত বড় জায়গায় নতুন হিসেবে আমাকে তাঁরা যথাযথ সম্মানই দিচ্ছেন।’ তিনি বলেন, ‘আমার জন্য এটি বড় ব্যাপার। তবে, বডিউডের ছবিতে অভিনয়; পারিশ্রমিক- এ সবকিছুরই ব্যবস্থাপনার দায়িত্বে আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।’

নুসরাত ফারিয়া

এ ব্যাপারে জাজ-এর কর্ণধার আবদুল আজিজের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘অরবিন্দ ক্রিয়েশন হাউসের কাস্টিং ডিরেক্টর যোসেফ অপূর্বের সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। ফারিয়াকে এ ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ২৫ লাখ রুপি দেওয়ার কথা তাঁরা বলেছেন।’

বিষয়টি নিয়ে যখন যোসেফ অপূর্বের সঙ্গে যখন যোগাযোগ করা হয় তখন তিনি মুম্বাইতে অবস্থান করছিলেন। সেখান থেকেই মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা ফারিয়ার প্রথম কাজ হিসেবে তাঁকে ২৫ লাখ রুপি দিচ্ছি। তবে পরবর্তীতে তাঁকে নিয়ে আরও ছবি বানালে এই পারিশ্রমিকের পরিমাণ আরও বাড়বে।’

মুঠোফোনে যোসেফ অপূর্ব আরও জানিয়েছেন, ‘১৭ সেপ্টেম্বর পূজা। পূজা শেষ হলে ১৯ অথবা ২০ সেপ্টেম্বরে এ ছবিতে নুসরাত ফারিয়ার চুক্তিবদ্ধ হওয়ার কথা আছে।

নুসরাত ফারিয়া

বাংলাদেশ সময়: ১৩:২৪:০১   ৩০৫ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ