রাজধানীর রামপুরায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ

Home Page » প্রথমপাতা » রাজধানীর রামপুরায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃশিক্ষার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর থেকে শুরু আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। প্রত্যক্ষদর্শী সাব্বির জানান, রামপুরা ব্রিজের ওপর ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে। এর ফলে বাড্ডা-মালিবাগ রোডে যানচলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুই দিকে দুই থানার পুলিশ অবস্থান নিয়েছে। সঙ্গে জলকামান ও রায়টকার প্রস্তুত রেখেছে পুলিশ। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আন্দোলনরত শিক্ষার্থী ইয়াসিন হাসান বলেন, ‘সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর নতুন করে ভ্যাট আরোপ করেছে। এমনিতেই শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে হিমশিম খাচ্ছেন। তার ওপর এই ভ্যাট আরোপ শিক্ষার্থীদের জীবনকে বিষিয়ে তুলছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। সরকারের উচিৎশিক্ষার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা।’ এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি)এম এ জলিল বলেন, ‘শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। আমরা তাদের দাবির প্রতি একমত। কিন্তু রাস্তা অবরোধ করার ফলে মানুষের ভোগান্তি বাড়ছে। তিন-চার ঘণ্টা ধরে রাস্তা বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলা হয়েছে, যাতে তারা রাস্তা থেকে সরে যায়।’ এদিকে রামপুরা থানার এসআই শরীফুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, রামপুরা টিভি ভবনের সামনের রাস্তায় এবং হাতিরঝিলের দিকে পুলিশ অবস্থান নিয়েছে। যানজট মালিবাগে গিয়ে ঠেকেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেছেন। শিক্ষার্থীরা রাস্তা থেকে তারা সরে না গেলে তাদের জোর করে সরিয়ে দেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৩:২২:০৭   ৩৪৩ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ