ব্রণ দেখে বুঝে নিন আপনি কোন অসুখে ভূগছেন!

Home Page » স্বাস্থ্য ও সেবা » ব্রণ দেখে বুঝে নিন আপনি কোন অসুখে ভূগছেন!
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫



ব্রণ দেখে বুঝে নিন আপনি কোন অসুখে ভূগছেন!বঙ্গনিউজ ডটকমঃ মুখ দেখে যায় চেনা। মুখ শরীরের ভাষা প্রকাশ করে। এক্সপার্টরা আপনার সম্পর্কে মুখ দেখে গড়গড় করে অনেক কথাই বলে যেতে পারেন। শুধু ‘ব্যক্তি আপনি’ নন, আপনার শরীরের কোনও যন্ত্র বিগড়েছে কি না, বা, আপনার শরীর ভালো যাচ্ছে কি না, তা-ও নাকি বলে দেওয়া যায় শুধু মুখ দেখে।

চিনারা মনে করেন, আপনার মুখের বিশেষ একটা জায়গা (হতে পারে তা নাক, চোখের পাতা, কপাল), শরীরের অভ্যন্তরের নির্দিষ্ট কোনও অঙ্গের প্রতিনিধিত্ব করে। এবং, সেখানে ব্রণর আধিক্য দেখেই বোঝা যায়, আপনার শরীরে কী সমস্যা আছে। মুখে ব্রণ, শুধু বয়ঃসন্ধিতেই হয় না। বা, হরমোনই একমাত্র কারণ নয় বলেই মনে করেন চিনা স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ধরুন, আপনার শুধু কপালেই বেশি বেশি ব্রণ হচ্ছে। ধরে নিতে হবে, আপনার ক্ষুদ্রান্তে বা গলব্লাডারে কোনও সমস্যা হচ্ছে। যদি ভ্রু যুগলের মাঝে ব্রণ বেরোয় বুঝতে হবে লিভারের সমস্যা। আবার যদি দেখেন, ভ্রু-র আর্চ বরাবর ব্রণ হচ্ছে, ধরে নিতে হবে কিডনির কোনও সমস্যা হচ্ছে।

নাকে ঘন ঘন ব্রণ বেরোলে, সমস্যা হার্টের। গালের ওপর অংশে, মানে নাকের ঠিক নীচেই খালি ব্রণ বেরোলে, ধরে নিতে হবে, ফুসফুসে কিছু হয়েছে। গালের নীচের দিকে, থুতনিতে ব্রণ হলে বুঝতে হবে, নির্ঘাত ফুসফুস বা কিডনি, কোনও একটা বিগড়েছে। চোয়ালে এবং ঘাড়ে অতিরিক্ত ব্রণ দেখা দিলে, নিশ্চিত ভাবেই হারমোনের গন্ডগোল। চিবুকে ব্রণ বেরোলে, পাকস্থলী পরীক্ষা করাতে হবে।

নিম্নোক্ত ছবিটি খুঁটিয়ে দেখলেই বুঝে যাবেন, মুখের কোন অংশে ব্রণ হলে, কীসের সমস্যা হতে পারে।

 

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৫২   ২৯৬ বার পঠিত  




স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ