বেনাপোল সীমান্ত দিয়ে গরু আসা শুরু

Home Page » আজকের সকল পত্রিকা » বেনাপোল সীমান্ত দিয়ে গরু আসা শুরু
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫



 

বেনাপোল সীমান্ত দিয়ে গরু আসা শুরুবঙ্গনিউজ ডটকমঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নমনীয় হওয়ায় বেনাপোল সীমান্ত দিয়ে আবারো ভারতীয় গরু আসা শুরু হয়েছে। গত শনিবার থেকে এ সব গরু আসতে শুরু করে।

শনিবার ৬৬১টি, রোববার ৯৮৩টি গরু ও সোমবার ৮৪৫ টি গরু বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে।এ রিপোর্ট লেখা পর্যন্ত গরু আসা অব্যাহত ছিল। এদিকে, বেনাপোল সীমান্তে আরো একটি নতুন গরুর খাটাল (বিট) উদ্বোধন হয়েছে।

এ নিয়ে বেনাপোল সীমান্তে মোট ৫টি গরুর খাটালে আসছে ভারতীয় গরু। গতকাল সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুরে ৫ম গরু খাটালের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম। এর আগে গত ১ সেপ্টেম্বর তিনি বেনাপোলের গোগা বিওপি সীমান্তে একটি গরু খাটালের উদ্বোধন করেন। সব মিলিয়ে বেনাপোল সীমান্তে ৫টি গরু খাটাল অনুমোদিত হলো। এছাড়া আরো কমপক্ষে ১০টি খাটালের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, গরু আসা শুরু হলেও বাংলাদেশের বাজারে মূল্য কমছে না গো-মাংসের। যে পরিমাণ গরু আসছে সরকার সে পরিমাণ রাজস্বও পাচ্ছে না। ভ্যাট আদায়কারীরা ভ্যাট ফাঁকি দিয়ে অনেক গরু পাচার করছে বলে অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ভ্যাট ফাঁকি দিয়ে আনা অনেক গরু বর্ডারগার্ড বাংলাদেশের সদস্যরা আটক করেছে।

নাভরণ ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, বেনাপোল সীমান্তে সরকার অনুমোদিত ৫টি গরুর খাটাল রয়েছে। এগুলো হচ্ছে- পুটখালী, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর ও গোঁগা। এ সব খাটালে ৬ সেপ্টেম্বর ভারত থেকে ৯৮৩টি ও ৫ সেপ্টেম্বর ৬৬১টি গরু এসেছে। গরু প্রতি পাঁচশ’ টাকা হারে ভ্যাট আদায় করা হচ্ছে বলে জানান হাফিজ উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০:৪২:০০   ২৪৬ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ