কারগিল যুদ্ধে মধ্যস্ততাকারী ছিলেন দিলীপ কুমার!

Home Page » বিশ্ব » কারগিল যুদ্ধে মধ্যস্ততাকারী ছিলেন দিলীপ কুমার!
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ কারগিল যুদ্ধের সময় এক সময়কার বলিউডি হিরো দিলীপ কুমারের মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে নাকি মধ্যস্থতা করতে চেয়েছিলেন ওই সময়ের ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি৷ পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কাসুরি তার বইতে এমনই দাবি করেছেন বলে খবর৷ নওয়াজ শরিফের তৎকালীন প্রধান সচিব সাইদ মেহদি’র কাছ থেকে তিনি বিষয়টি জানতে পারেন বলে তার বইতে উল্লেখ করেছেন খুরশিদ কাসুরি৷ ‘নেদার আ হক নর আ ডাভ’ নামের ওই বইতে কাসুরি লিখেছেন, ‘সাইদের কাছ থেকে আমি জানতে পারি ১৯৯৯ সালের মে মাসের একটি ঘটনার কথা৷ সেদিন সরকারের মুখ্য সচিবের (পাকিস্তানের) সঙ্গে গুরুত্বপূর্ণ এক আলোচনায় ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ এমন সময় তাকে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি তাকে ফোন করেছেন৷ ফোনে শরিফকে বাজপেয়ি বলেন, তার লাহোর বাসযাত্রার সুযোগে পাকিস্তান কারগিল দখল করেছে৷’ বইতে কাসুরি আরো লিখেছেন, নওয়াজ শরিফ নাকি জানতেনই না যে, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কারগিলে ঢুকে পড়েছে৷ তিনি বাজপেয়িকে এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে ফোন করবেন বলে জানান৷ তৎকালীন পাকিস্তান সেনাকর্তা জেনারেল পারভেজ মোশারফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পর অটলবিহারী বাজপেয়িকে ফোনও করেছিলেন নওয়াজ শরিফ৷ সেই ফোনালাপ শেষের অব্যবহিত আগে শরিফকে বাজপেয়ি বলেন, আরো একজন তার সঙ্গে আছেন যিনি কথা বলতে চান৷ ফোনের ওপারের কণ্ঠস্বরের পরিচয় জানার পর কিছুক্ষণের জন্য হতচকিত হয়ে পড়েন নওয়াজ শরিফ৷ কারণ ফোনের ওপারে ছিলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার৷ দিলীপ কুমার নওয়াজকে বলেন, ‘মিঞাঁ সাহেব, এমন একটি বিষয় আপনার কাছ থেকে আমরা আশা করিনি৷আমরা জানতাম আপনি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি চান৷ একজন ভারতীয় মুসলিম হিসেবে আপনাকে একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হলে ভারতীয় মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভোগেন৷ এমনকি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবেন কি না, এমনতর প্রশ্নের মুখেও তাদের দাঁড়াতে হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপনি পদক্ষেপ নিন৷’ উল্লেখ্য, ভারত-পাকিস্তান উভয় দেশেই অসংখ্য ভক্ত থাকায় দিলীপ কুমার প্রতিবেশী দেশেরও সর্বোচ্চ নাগরিক সম্মান নিশান-ই-ইমতিয়াজ পেয়েছেন৷ দেশভাগের আগে পেশোয়ারে জন্ম হয়েছিল দিলীপ কুমারের৷ তার আসল নাম ইউসুফ খান

বাংলাদেশ সময়: ২০:১৫:০৩   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ