২৮ দেশের লোকদের ইরান যেতে ভিসা লাগবে না

Home Page » প্রথমপাতা » ২৮ দেশের লোকদের ইরান যেতে ভিসা লাগবে না
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ২৮টি দেশের ওপর থেকে ভিসাপ্রথা তুলে নিতে চায় ইরান। তবে সেসব দেশকেও একই ব্যবস্থা নিতে হবে। ইরানের পর্যটন শিল্পকে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে ইরান এ পরিকল্পনা নিচ্ছে। এ কথা জানিয়েছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থার পরিচালক মাসুদ সুলতানিফার। তিনি বলেন, “পর্যটন আকর্ষণের জন্য আমরা ৪০টি দেশকে তালিকার শীর্ষে রেখেছি। এর মধ্যে ২৮টি দেশকে ভিসাপ্রথা তুলে নেয়ার অনুরোধ করেছি। কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে আলাচনা চলছে।” তবে কোন কোন দেশ এর আওতায় পড়বে তা জানা যায় নি। সুলতানিফার জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইলেক্ট্রনিক ভিসা চালুর কাজ করছে যা ই-ভিসা নামে পরিচিত। এ ব্যবস্থা চালু হলে ভিসাপ্রথায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং সবাই নিজ নিজ দেশ থেকে পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, অন অ্যারাইভাল ভিসার মেয়াদ ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করার অনুমোদন দিয়েছে সরকার। মাসুদ সুলতানিফার বলেন, যেসব দেশ ইরানি নাগরিকদের জন্য সন্তোষজনকভাবে তাদের দেশে যাওয়ার ব্যবস্থা করবে সেসব দেশের জন্য ভিসাপ্রথা বাতিল করা হবে। তিনি বলেন, ইরান বিদেশি পর্যটক আকর্ষণের মাধ্যমে পর্যটন শিল্পকে শক্তিশালী করতে তুলতে চায় এবং এ খাতে বৈদেশিক মুদ্রার বার্ষিক আয় ২,৫০০-৩,০০০ কোটি ডলারে নিতে চায়। গত বছর ইরানে বিদেশি পর্যটক এসেছে ৫৫ লাখ এবং এ খাত থেকে আয় হয়েছে ৫৭০ কোটি ডলার। এর বিপরীতে ইরানি পর্যটকরা ১,৮০০ কোটি ডলার ব্যয় করেছেন বিদেশ ভ্রমণে গিয়ে। ইরান হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম সম্ভাবনাময় পর্যটনের দেশ যেখানে বহু প্রাচীন ও প্রাকৃতিক নিদর্শন রয়েছে। এর মধ্যে ১৭টি নির্দশনকে জাতিসংঘের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করেছে। 

বাংলাদেশ সময়: ৪:১৩:১৭   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ