অস্ট্রিয়ায় ঢুকতে শুরু করেছে ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা।

Home Page » বিশ্ব » অস্ট্রিয়ায় ঢুকতে শুরু করেছে ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা।
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫



14.jpgবঙ্গনিউজ ডটকমঃ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে রওনা হওয়ার পর দেশটির সরকারের সরবরাহ করা বাসে চেপে পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়ায় ঢুকতে শুরু করেছে ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা।শনিবার অভিবাসীরা হাঙ্গেরির সীমান্ত অতিক্রমকালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিধানের তোয়াক্কা না করে অস্ট্রিয়া তাদের প্রবেশের অনুমতি দেয়।

অভিবাসীদের বিষয়ে জার্মানির সঙ্গে সহমত হয়ে তাদের প্রবেশ করার অনুমতি দেয় অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার চ্যান্সেলর ভারনার ফেইমান নিজের ফেইসবুক পেইজে বলেন, “আজ হাঙ্গেরি সীমান্তের জরুরি অবস্থা বিবেচনায়, অস্ট্রিয়া ও জার্মানি অভিবাসীদের প্রবেশ করতে দেওয়ার বিষয়ে সহমত হয়েছে।”

বার্তা সংস্থা রয়টার্সের একজন আলোকচিত্রী কয়েক ডজন অভিবাসীকে হেঁটে অস্ট্রিয়ায় প্রবেশ করতে দেখেছেন।

বিবিসি জানিয়েছে, অভিবাসীদের ছোট ছোট দল সীমান্ত অতিক্রম করতে শুরু করলে কিছু অস্ট্রীয় ‘স্বাগতম’ লেখা ব্যানার উঁচিয়ে ধরে।

অস্ট্রিয়া রেডক্রস জানিয়েছে, শনিবার ভোররাতের মধ্যেই হাঙ্গেরি সীমান্তের নিকেলসপডর্ফে অবস্থিত তাদের শরণার্থী অভ্যর্থনা কেন্দ্রে ৮০০ থেকে ১৫০০ অভিবাসী এসে পৌঁছুবেন বলে ধারণা করছেন তারা।

অভিবাসন প্রত্যাশীদের স্রোতকে হাঙ্গেরি বুদাপেস্ট রেলওয়ে স্টেশনে আটকে দিলে কয়েকদিন ধরে সেখানে সংঘর্ষ ও বিশৃঙ্খলা চলে। এরপর অভিবাসীরা দেশটির কর্তৃপক্ষের বাধা অমান্য করে জার্মানির পথে অস্ট্রিয়ার সীমান্তের দিকে হেঁটেই রওয়ানা হয়ে যায়।

পরবর্তী সময়ে হাঙ্গেরির ডানপন্থী সরকার বুদাপেস্ট স্টেশনে আটকাপড়াদের ও ভিয়েনার পথে প্রধান মহাসড়কে হেঁটে চলা প্রায় ১২০০ অভিবাসীর জন্য যানবাহনের ব্যবস্থা করার ঘোষণা দেয়।

হাঙ্গেরিতে অভিবাসী অভ্যর্থনাকেন্দ্রে বেড়ার ভেতরে হাসিখুশি দুই শিশু। ছবি: রয়টার্স

হাঙ্গেরিতে অভিবাসী অভ্যর্থনাকেন্দ্রে বেড়ার ভেতরে হাসিখুশি দুই শিশু। ছবি: রয়টার্স
এরপর বুদাপেস্টের কেলেটি রেলওয়ে স্টেশনের ক্যাম্পে থাকা অভিবাসীরা হাসিমুখে বাসে উঠতে শুরু করে। বুদাপেস্ট থেকে অস্ট্রিয়া হয়ে জার্মানির ট্রেন ধরতে এদের বাধা দিয়েছিল হাঙ্গেরি কর্তৃপক্ষ।

মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ করতেই অভিবাসীদের জন্য বাসের ব্যবস্থা করেছে বলে জানিয়েছে হাঙ্গেরি। কিন্তু মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে যুদ্ধ ও দারিদ্র্যের কারণে পালিয়ে আসা মানুষেরা পশ্চিম ইউরোপে পৌঁছুতে মরিয়া হয়ে উঠলে পরিস্থিতির উপর দেশটির কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে ধারণা করা হচ্ছে।

কয়েদিন ধরে পশ্চিমে অস্ট্রিয়া ও জার্মানির পথে সব ট্রেনযাত্রা বাতিল করেছিল হাঙ্গেরি। ইইউ-র বিধান অনুযায়ী সব অভিবাসীকে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছিল তারা। পরে জার্মানি ও অস্ট্রিয়ার অনুরোধে অভিবাসী প্রত্যাশীদের এগিয়ে যেতে দিতে সম্মত হয় দেশটি।

বাংলাদেশ সময়: ১১:৩২:২৮   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ