এক্সপেরিয়া জেড ৫

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » এক্সপেরিয়া জেড ৫
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫



5166d14db92a1eea883f4605c0611860-2015-09-03_bus_12501621_i1.jpgঙ্গনিউজ ডটকমঃ বাজারে অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এক্সপেরিয়া জেড ৫ নামের স্মার্টফোন আনল সনি। তাদের দাবি, এই ফোনটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ফোনে ২৩ মেগাপিক্সেলের যে ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে, তা সনির তৈরি আনকোরা ক্যামেরা প্রযুক্তি।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ইলেকট্রনিকস শো উপলক্ষে গতকাল তিনটি মডেলের জেড ৫ স্মার্টফোন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। মডেল তিনটি হচ্ছে—চার দশমিক ছয় ইঞ্চি মাপের জেড ৫ কমপ্যাক্ট, পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের জেড ৫ ও সাড়ে পাঁচ ইঞ্চি মাপের জেড ৫ প্রিমিয়াম। প্রিমিয়াম মডেলটিতে ফোরকে মানের ভিডিও দেখার উপযোগী স্ক্রিন যুক্ত করেছে সনি, যা বিশ্বে প্রথম। এই স্ক্রিনের প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব ৮০৭ যা প্রতিদ্বন্দ্বী স্মার্টফোনগুলোর প্রায় দ্বিগুণ।
সনির এই ফোনে থাকছে ৩২ জিবি স্টোরেজ, চার জিবি র‍্যাম ও অক্টাকোরের প্রসেসর। এক্সপেরিয়া স্মার্টফোনের আগের মডেলগুলোর মতোই এই মডেলটিও পানিরোধী। 45acdc943b7abd846c92c3a632201470-757c2c088e1.jpgসনির দাবি, তাদের নতুন স্মার্টফোনে টু পয়েন্ট জিরো অ্যাপারচারের ওয়ান বাই টু পয়েন্ট থ্রি সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি স্যামসাং, অ্যাপল, এইচটিসি ও হুয়াইয়ের চেয়ে দ্বিগুণ। এর ফলে কম আলোতে ভালো মানের ছবি তোলা যাবে। কমপ্যাক্ট মডেলটিতে ফোনের ব্যাটারি হবে দুই হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ও প্রিমিয়াম মডেলটিতে তিন হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার।
সনির দাবি, অ্যাপল, স্যামসাং, শিয়াওমি ও হুয়াই তাদের স্মার্টফোনে সনির তৈরি পুরোনো প্রজন্মের ছবি তোলার প্রযুক্তি ব্যবহার করেছে। তবে নিজেরা ব্যবহার করবে বলে নতুন ক্যামেরা প্রযুক্তি আগে কাউকে দেয়নি তারা।
সনি কর্তৃপক্ষ অবশ্য, এখন প্রিমিয়াম ব্র্যান্ডটিকে বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে। কোনো সাশ্রয়ী দামের ফোনের ঘোষণা আসেনি প্রতিষ্ঠানটি থেকে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের নতুন আইফোন বাজারে আসার সপ্তাহখানেক আগে নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে সনি। ৯ সেপ্টেম্বর ‘আইফোন ৬ এস’ বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। এই ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রাখতে পারে অ্যাপল।
আইফাতে আরও তিন ফোন
গতকাল বুধবার আইফা প্রযুক্তি মেলায় আরও কয়েকটি স্মার্টফোনের ঘোষণা এসেছে। এর মধ্যে রয়েছে হুয়াইয়ের মেট এস। ফোর্স টাচ প্রযুক্তির এই ফোনটির সাহায্যে ওজন মাপা যায়। ডিসপ্লের ওপর দরকারি পণ্য রেখে তার ওজন মেপে নেওয়া যাবে মেট এস দিয়ে।

এ ছাড়াও গেমারদের কথা মাথায় রেখে এসার ঘোষণা দিয়েছে ডেকাকোর প্রসেসরের প্রিডেটর ৬ নামের একটি স্মার্টফোন।
আসুস ঘোষণা দিয়েছে জেনফোন জুম নামের একটি বিশেষ স্মার্টফোন যাতে ফোনের রেজুলেশনের কোনো ক্ষতি না করেও ক্যামেরা জুম করে ছবি তোলা যাবে।

বাংলাদেশ সময়: ১৯:২১:৩৬   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ