বদলে যাচ্ছে কুয়াকাটার মানচিত্র

Home Page » বিবিধ » বদলে যাচ্ছে কুয়াকাটার মানচিত্র
বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫



বদলে যাচ্ছে কুয়াকাটার মানচিত্রবঙ্গনিউজ ডট:কুয়াকাটার সৈকত জলবায়ু পরিবর্তনের বিরুপ আচরনের কারনে ফের ভাঙ্গন শুরু হয়েছে। পূর্নিমার প্রভাবে গত কয়েক দিনে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড ঢেউয়ের তোরে একের পর এক দর্শনীয় স্থান গুলো বিলীন হয়ে যাচ্ছে।

এছাড়া সাগরের বিক্ষুব্ধ ঢেউয়ের তান্ডবে বালু ক্ষয়ের কারনে কুয়াকাটার মূল রক্ষাবাঁধ এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। পাল্টে যাচ্ছে কুয়াকাটার মানচিত্র।

অস্বাভাবিক জোয়ারে সৈকত লাগোয়া সারিসারি গাছের গোড়া থেকে বালু সরে গিয়ে অধিকাংশ গাছ হেলে পরেছে। এদিকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিম দিকের নারিকেল, ঝাউ, তাল বাগানসহ সবুজ বনাঞ্চল ঢেউয়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

স্থানীয়রা জানান, কয়েক দিনের ঢেউয়ের তান্ডবে ব্যাপক বালু ক্ষয় হয়েছে। এতে সৈকত লাগোয়া গাছের গোড়া থেকে বালু সরে গিয়ে অসংখ্য গাছ হেলে পড়েছে। তবে ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে কুয়াকাটার সৈকত স্বাভাবিক রুপ হারাবে।

মহিপুর বণবিভাগ রেঞ্জ কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, উপড়ে পরা ৭৩ টি গাছের তালিকা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই গাছগুলো পাহাড়ার জন্য ইতোমধ্যে দুইজনকে দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তীতে এ গুলো বিটের মাধ্যমে বিক্রি করা হবে বলে তিনি জানান।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, কুয়াকাটা সৈকতের বেলাভূমিকে রক্ষায় একটি প্রকল্প উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪০   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ