অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পেরেই খুশি বাংলাদেশ!

Home Page » খেলা » অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পেরেই খুশি বাংলাদেশ!
বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫



অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পেরেই খুশি বাংলাদেশ!বঙ্গনিউজ ডটকমঃআগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের জন্য বাছাই পর্বের নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বিশ্বকাপ খেলা অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। পার্থে অনুষ্ঠিত ম্যাচটি খেলার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ দল অস্ট্রেলিয়া অবস্থান করছে।

বাংলদেশ পুর্ণ শক্তির দল নিয়ে অস্ট্রেলিয়াতে পৌঁছালেও অজি দলে দেখা দিয়েছে চটের প্রখরতা। দলের এক নম্বর গোলরক্ষক ভ্যালেন্সিয়ার ম্যাট রায়ান দলের সাথে যোগ দিলেও শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে পরেছেন। তবে বাংলাদেশের জন্য বিষয়টি সুখবর হলেও বাংলাদেশি অধিনায়ক মামুনুল ইসলাম জানালেন অন্য কথা। তিনি বলেন, ‘ওরা এতই শক্তিশালী যে দু-চারজন ছিটকে গেলেও কিছু আসে যায় না। খুব ভালো বিকল্প আছে ওদের। তাই অস্ট্রেলিয়ার কে আছে কে নেই, তা নিয়ে মোটেও আলোচনা করছি না আমরা। অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই’।

নিয়মিত দল হিসেবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলে যাচ্ছে। আর যে দলের বিপক্ষে খেলাটাকে অনেকটা সৌভাগ্যের ভাবেন বাংলাদেশি অধিনায়ক। তিনি অস্ট্রেলিয়া থেকে দেশের শীর্ষ স্থানীয় একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে জানান, ‘স্বপ্নের ঘোরেও অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব ভাবিনি। আসলে আমরা যে স্তরে ফুটবল খেলি, সেখানে খেলে এ ধরনের ম্যাচের কথা ভাবাই যায় না। এবার বিশ্বকাপ বাছাইয়ে লটারিতে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়ে গেলাম আমরা। এটাকে সৌভাগ্যই বলব। আমরা যাঁরা বাংলাদেশ দলে আছি এখন, আমাদের ক্যারিয়ারে এটিই সবচেয়ে বড় ম্যাচ’।

তবে নিজেদের সেরা খেলাটা যথাসাধ্য দেখিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন বাংলাদেশী ফুটবলাররা। অন্যদিকে কিরগিজস্তানের বিপক্ষে পাওয়া কষ্টের জয় পেলেও বাংলেদেশকে নিজেদের সর্বোচ্চ শক্তিটাই দেখিয়ে দিতে চায় এশিয়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছায় পর্বে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দল ‘বি’ পঞ্চম স্থানে আছে। অন্যদিকে জর্ডান ৩ পয়েন্ট নিয়ে প্রথম এবং গোলের ব্যবধানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া ও কিরগিজস্তান সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

-

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৮   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ