পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন মাহাথির

Home Page » বিশ্ব » পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন মাহাথির
বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫



পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন মাহাথিরবঙ্গনিউজ ডটকমঃসম্প্রতি দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে সমাবেশে দেয়া বক্তব্যের ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জিজ্ঞাসাবাদ করবে দেশটির পুলিশ।

পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে বুধবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ওই মুখপাত্র বলেন, মাহাথির ক্ষমতাসীন দলের অনেক নেতা ও পুলিশকে জড়িয়ে ঘুষের অভিযোগ তুলেছেন। এ অভিযোগ তাকে ব্যাখ্যা করতে হবে।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে গত ২৯ ও ৩০ আগস্ট কুয়ালালামপুরের দাতারান মারদেকায় বিক্ষোভ করে বার্সিহ জোট। ওই আন্দোলনে সপরিবারে যোগ দেন ক্ষমতাসীন দলেরই নেতা প্রবীণ রাজনীতিক ড. মাহাথির।

তিনি নাজিবের বিরুদ্ধে তাকে সমর্থনের জন্য ক্ষমতাসীন ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পার্টির সদস্যদের ঘুষ দেয়ারও অভিযোগ করেন। তিনি বলেন, দুর্নীতির দায় এড়াতে নাজিব ক্ষমতা আঁকড়ে রাখতে চায়।

জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশের এ বক্তব্যের প্রেক্ষিতে ড. মাহাথিরের মুখপাত্র সুফি ইউসুফ সংবাদমাধ্যমকে বলেন, আমি যতটুকু জেনেছি, পুলিশ এখনও মাহাথিরের কাছে যায়নি। আমরা তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা করবো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরেুদ্ধে প্রধান অভিযোগ হল, তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন ওয়ানএমডিবি বিনিয়োগ তহবিল থেকে ৭০ কোটি ডলার নিয়েছেন। নাজিব কুয়ালালামপুরকে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে ২০০৯ সালে এটি প্রতিষ্ঠা করেন।

৫৮ বছর আগে স্বাধীনতার পর থেকে মালয়েশিয়া শাসন করছে নাজিবের জোট বরিসন ন্যাশনাল। তবে সাম্প্রতিক নির্বাচনগুলোতে জোটের ওপর সমর্থন কমেছে এবং সমালোচকরা জোটের বিরুদ্ধে একগুঁয়েমির অভিযোগ তুলেছে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৭   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ