ধোনির সাথে কাঁধ মিলিয়ে মাঠে নামবেন আফ্রিদি

Home Page » ক্রিকেট » ধোনির সাথে কাঁধ মিলিয়ে মাঠে নামবেন আফ্রিদি
বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫



ধোনির সাথে কাঁধ মিলিয়ে মাঠে নামবেন আফ্রিদিবঙ্গনিউজ ডটকমঃবর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে সকল প্রকার ক্রিকেট খেলা স্থগিত করেছে ভারত এবং পাকিস্তান। কিন্তু মানবতার টানে ঠিকই দুই দেশ ঝগড়া-বিবাদকে ভুলে গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছেন দুই দেশের দুই ক্রিকেট তারকা। তারা হলেন মহেন্দ্র সিং ধোনি ও শহিদ আফ্রিদি, সাথে থাকবেন বীরেন্দ্র শেওয়াগ ও হার্সেল গিবস।

আগামী ১৭ সেপ্টেম্বর ওভালে মানবতার টানে একটি চ্যারিটি ম্যাচে খেলতে রাজি হয়েছেন এই দুই ক্রিকেট সুপারস্টার। ধোনি-আফ্রিদির হিরোস ইলেভেন নামের দলের বিপক্ষ দল হিসেবে খেলবেন অ্যান্ড্রু স্ট্রস ও ব্রেন্ডন ম্যাকালামের ওয়ার্ল্ড ইলেভেন। ধোনি-আফ্রিদির হিরোস ইলেভেন দলের ম্যানেজার হয়েছেন ইয়ান বোথাম, অন্যদিকে ম্যাকালামদের ডিরেক্টর সুনীল গাভাস্কর৷

ম্যাচ থেকে অর্জিত পুরো অর্থ ইংল্যান্ডের হিরোস ক্রিকেট ক্লাব ও শারীরীক প্রতিবন্ধী টিমের জন্য ব্যয় করা হবে। টি-২০ ফর্মেটের এই খেলায় ওয়ার্ল্ড ইলেভেন দলের সাথে আরও থাকবেন ম্যাথিউ হেডেন, মাহেলা জয়বর্ধনে ও গ্রেম স্মিথরা।

আর এই ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘ওভালে ক্রিকেটর রথি-মহারথীদের সঙ্গে খেলতে পারব ভেবেই ভালো লাগছে৷ বরবারই ইংল্যান্ডে খেলা আমি উপভোগ করি৷ আমি চাইব আমরা যে মহৎ উদ্দেশ্যে মাঠে নামছি সেটা স্বার্থক করতে যেন দর্শকরা সেদিন মাঠ ভরিয়ে দেন৷ কারণ ওদিন বিশ্বমানের ক্রিকেটই দেখতে পাবেন তাঁরা’।

হিরোস ইলেভেন: অ্যান্ড্রু স্ট্রাউস, হার্শেল গিবস, বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, ডেমিয়েন মার্টিন, লেফটেন্যান্ট কমান্ডার জনাথন লোক, কর্পোরাল জেক অরেই, শহিদ আফ্রিদি, গ্রায়েম সোয়ান, সাইমন জোনস, ম্যাথু হগার্ড, ড্যারেন গফ।

ওয়ার্ল্ড ইলেভেন: ব্রেন্ডন ম্যাককালাম, ম্যাথু হেইডেন, গ্রায়েম স্মিথ, মাহেলা জয়াবর্ধনে, মেজর স্ট্রম গ্রিন, ব্রায়ান লারা, আব্দুল রাজ্জাক, স্কট স্টাইরিস, ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদি, শাপুর জাদরান।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৪   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ