‘পুঁজিবাজার ভালো রাখতে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে’

Home Page » অর্থ ও বানিজ্য » ‘পুঁজিবাজার ভালো রাখতে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে’
রবিবার, ২৬ মে ২০১৩



raqib-sm20130526052403.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান বলেছেন, পুঁজিবাজারকে ভালো রাখতে অর্থ মন্ত্রণালয় ও সরকারের ইতিবাচক মনোভাবের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে। বাইরের দেশগুলোতে তাই করা হয়।

রোববার দুপুরে ডিএসই কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, “কোনো দেশের স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে পারে না। স্টক এক্সচেঞ্জের কাজ হলো তার সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না সেটা তদারকি করা।”

তিনি বলেন, “বাজারের মন্দা অবস্থা কাটিয়ে তোলার জন্য বিশ্বের সব দেশে অর্থ মন্ত্রণালয় ও সরকার এগিয়ে আসে। তাই, আমাদের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে। এছাড়া সরকারের ইতিবাচক মনোভাবও বাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।”

এসময় তিনি ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উদাহরণ টেনে বলেন, “যখন এসব দেশগুলোর পুঁজিবাজারে মন্দা অবস্থা দেখা গিয়েছিল তখনই এসব দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা গেছে। এছাড়া বাজার ইতিবাচক ধারায় ফেরানোর জন্য ওইসব দেশের রাষ্ট্র প্রধানরাও বাজারে হস্তক্ষেপ করেছেন। ফলে বিনিয়োগকারীদের মধ্যে পুনরায় আস্থা আসায় বাজারেও স্থিতিশীলতা ফিরে এসেছে।”

রকিবুর রহমান বলেন, “আসন্ন বাজেটে ডিএসই’র পক্ষ থেকে কিছু সুপারিশ রাখা হয়েছে, যেগুলো বাজেটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না কিন্তু বাজার স্থিতিশীলতায় ভূমিকা পালন করবে।”

সুপারিশগুলোর মধ্যে একটি- ডিভিডেন্টের ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখা। যেটা বর্তমানে মাত্র ৫ হাজার টাকা রয়েছে।

তিনি আরো বলেন, “ডিমিউচ্যুয়ালাইজেশন বাজারে গতি ফেরাবে না। তবে আন্তর্জাতিক বাজারগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এটি খুবই প্রয়োজন।”

কোম্পানিগুলোকে কঠোর নজরদারিতে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, “যেসব কোম্পানি কমপ্লায়েন্স পূরণ করে না তাদেরকে পুঁজিবাজারে আনা যাবে না। যেসব কোম্পানিগুলো বাজারে এরইমধ্যে আছে সেসব কোম্পানিগুলোতে নজরদারি বাড়িয়ে কোনো ধরনের অসঙ্গতি পেলে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।”

রকিবুর রহমান বলেন, “যেসব পারিবারিক কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে চায় তারা যদি বিনিয়োগকারীদের নিজের পরিবার ভাবতে না পারে তাদের বাজারে না আসাই ভাল। অর্থাৎ এরকম কোম্পানির বাজারে আসার কোনো অধিকার নেই।”

এছাড়া তালিকাভুক্ত প্রত্যেকটি কোম্পানির প্রত্যেক পরিচালক, সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে নজরদারির আওতায় আনতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ডিএসই’র প্রেসিডেন্ট বলেন, “যেসব কোম্পানি কমপ্লায়েন্স পূরণ করে না সেসব কোম্পানির পরিবর্তে সরকারি কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়া উচিত।”

কোনো কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত করার অনুমোদন দেওয়ার আগে ভালভাবে যাচাই-বাছাই করার জন্যও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) প্রতি জোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:১৬:১৮   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ