ভারতের ২২ বছরের প্রতীক্ষার অবসান

Home Page » ক্রিকেট » ভারতের ২২ বছরের প্রতীক্ষার অবসান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতল ভারত। পিছিয়ে থেকে এই প্রথমবার বিদেশের মাটিতে সিরিজ জিতল ভারতীয় দল। একটা সময় ম্যাচ জয়ের ব্যাপারে বড় অনিশ্চয়তা তৈরি করেছিলেন লঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর কুশল পেরেরা। দিনের শুরুতে দুটি উইকেট তুলে নেয়ার পর ষষ্ঠ উইকেটে ম্যাথিউজ-পেরেরা জয়-পরাজয়ের মাঝে পাঁচিল হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। একটা সময় সিরিজ হারের ভ্রুকুটিও দেখা দিয়েছিলে কোহলিদের সামনে। কিন্তু মোক্ষম সময়ে পেরেরারে (৭০)-কে ফিরিয়ে জয়ের পথ মসৃণ করেন অশ্বিন।

পেরেরারে ফিরিয়ে দেয়ার কিছু পরেই ইশান্ত শর্মা আগুন ঝরিয়ে ফেরালেন ম্যাথিউজকে (১১০)। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাকি টেলেন্ডারদের আউট করে ইতিহাস গড়লেন কোহলিরা। হারলেও মনে দাগ কাটার মত ইনিংস খেললেন ম্যাথিউজ। সাঙ্গাকারার বিদায়ী সিরিজে শেষ অবধি শেষ হাসি হাসলেন কোহলিই। দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুললেও অশ্বিন নন সেরা বোলার ইশান্ত শর্মাই। ৩২ রান দিয়ে ৩ উইকেট নিলেন ইশান্ত।
গল টেস্টে খুব খারাপভাবে হারের পর প্রবল সমালোচিত হয়েছিলেন কোহলিরা। অনেকেই বলেছিলেন, এই দল দিয়ে ভাল কিছু করা যাবে না। এই সমালোচনার মধ্যে আবার চলে আসে চোট সমস্যা। ওপেনার শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যান, মুরলী বিজয়ও পি সারা ওভাল টেস্টের পর সরে যান। উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও চোট পেয়ে দেশে ফিরে আসেন। এত সমস্যার মধ্যে তৃতীয় টেস্টে খেলতে নেমে স্মরণীয় জয় পেল ভারত। ম্যাচে অনেকটা উত্থান-পতনের মধ্য দিয়ে জয় এল। ফারাক গড়ে দিল প্রথম ইনিংসে পূজারার নট আউট ১৪৫, ব্যাট হাতে অমিত মিশ্রের হাফ সেঞ্চুরি, ইশান্ত শর্মার আগুনে স্পেল। এদিনই আবার টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট পেলেন ইশান্ত।

ভারত ৩১২ ও ২৭৪
শ্রীলঙ্কা ২০১ ও ২৬৮
ভারত জয়ী ১১৭ রানে।

ম্যাচের সেরা : চেতেশ্বর পূজারা।

বাংলাদেশ সময়: ৭:২৫:৩৭   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ