ধূমপানের চেয়ে ই-সিগারেটে ক্যান্সারের ঝুঁকি বেশি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ধূমপানের চেয়ে ই-সিগারেটে ক্যান্সারের ঝুঁকি বেশি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫



ই-সিগারেটবঙ্গনিউজ ডটকমঃধূমপান থেকে মুক্ত হতে ইদানিং ই-সিগারেট ব্যবহারে উৎসাহিত করা হয়। ইলেকট্রনিক সিগারেটে ক্যান্সার হয় না বলে দাবি করা হয়। কিন্তু গবেষণায় জানা গেছে, এতে ক্যান্সারের ঝুঁকি সাধারণ সিগারেটের চেয়েও বেশি।

আমেরিকান কেমিক্যাল সোসাইটি থেকে প্রকাশিত জার্নাল ‘কেমিক্যাল রিসার্চ ইন টক্সিকোলজি’-তে প্রকাশিত এক গবেষণায় ই-সিগারেট সম্পর্কে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, কেউ একাধারে বহু বছর এই সিগারেট না খেলে এর সত্যিকার প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া কঠিন বিষয়।

প্রতিবেদনে ই-সিগারেট নিয়ে এক গবেষণার পর কানাডার ইউনিভার্সিটি অব টরান্টোর প্রধান গবেষক রিয়াদ আল-লেহেবি জানান, আধুনিককালে প্রচলিত ই-সিগারেট সম্পর্কে যেভাবে তথ্য ছড়িয়ে রয়েছে তা অনেকাংশে ভুল। বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে সত্য তথ্য না জানতে পারলে তা দারুণ ক্ষতিকর হয়ে উঠতে পারে।

তিনি জানান, ইলেকট্রনিক সিগারেটগুলো কম ক্ষতিকর বলে প্রচার করা হয়। কিন্তু এটা মোটেও সত্য নয়। উচ্চ ভোল্টেজের এই সিগারেটে ফরমালডিহাইড উৎপন্ন হয় যাতে সিগারেটের মতোই স্বাদ আসে। এতে ক্যান্সারের ঝুঁকির মাত্রা দীর্ঘ দিন ধরে স্বাভাবিক ধূমপানের চেয়ে ৫-১৫ গুণ বেশি থাকে।

প্রতিবেদনে বলা হয়, ই-সিগারেটকে নিরাপদ ইলেকট্রিক যন্ত্র বলেই মনে করা হয়। কিন্তু তা মোটেও নিরাপদ নয়। ই-সিগারেট আপনার মুখে বিস্ফোরিত হতে পারে। চার্জারে সমস্যা থাকলে এ সিগারেট বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকে।

e-cigarআমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এক গবেষণায় জানিয়েছে, ই-সিগারেটে বিষাক্ত পদার্থ থাকে না- এ ধারণা ভুল। কারণ এতে কার্সিনোজেনস এবং অন্যান্য বিষাক্ত উপাদান পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, ই-সিগারেটের মাধ্যমে ধূমপান করা হলেও তা সরাসরি সিগারেট খাওয়ার সমান নয় বলে মনে করা হয়। এই ভুল ধারণা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন সবার। কোনো গবেষণায় প্রমাণ মেলেনি যে, এর ধোঁয়া ক্ষতিকর নয়।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৪১   ৫৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ