বোনের উত্যক্তকারীর ছুরিকাঘাতে কিশোর নিহত

Home Page » জাতীয় » বোনের উত্যক্তকারীর ছুরিকাঘাতে কিশোর নিহত
সোমবার, ৩১ আগস্ট ২০১৫



নিহত স্কুলছাত্র ফয়সাল মল্লিক (বাঁয়ে) ও আটক মিজানুর রহমান (ডানে)বঙ্গনিউজ ডটকমঃখুলনার ডুমুরিয়ায় বড় বোনের (২১) উত্যক্তকারীর ছুরিকাঘাতে ফয়সাল মল্লিক (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে উলাপাড়া মৌখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের উলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। পরে এলাকাবাসী আটক করে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করে। তার নাম মিজানুর রহমান (২৩)। ফয়সালের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়েটি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে। কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই মেয়েকে মিজান উত্ত্যক্ত করত বলে পরিবারের অভিযোগ। আহত ব্যক্তিরা হলেন ফয়সালের বাবা রশিদ মল্লিক (৪৫), মামা মোফাজ্জেল সরদার (২২), মহাসিন সরদার (২৫) ও চাচাতো ভাই ইমরান মল্লিক (২২)। তাঁদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইমরান মল্লিক বলেন, স্কুলে আসা-যাওয়ার সময়, এমনকি বাড়িতে এসেও তাদের বোনকে প্রায়ই উত্ত্যক্ত করত মিজান। অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। গতকাল রাতে দরজা খোলা রেখে পড়াশোনা করার সময় মিজানুর ঘরে ঢুকে লুকিয়ে ছিল। ওই সময় ফয়সাল তাকে দেখে চিৎকার দেয়। এর পর মিজান তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাড়ির লোকজন মিজানকে আটক করে। কিন্তু এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। এতে চারজন আহত হন। পরে এলাকাবাসী এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান জানান, আটকের পর এলাকাবাসী মিজানকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বাংলাদেশ সময়: ১৩:৫৪:৩৭   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ