বার্সা ছাড়ছেন না নেইমার

Home Page » খেলা » বার্সা ছাড়ছেন না নেইমার
সোমবার, ৩১ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃবার্সেলোনাতেই ভালো আছেন বলে জানালেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। কিছুদিন আগে হঠাৎ করেই নেইমারের বার্সেলোনা ছেড়ে 

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার গুঞ্জন ছড়িয়েছে ইউরোপের ফুটবল জগতে। তাতে ভক্তরাও বেশ চিন্তায় পড়ে গিয়েছিলো। তবে ভক্তদের সব চিন্তা দূর করে দিলেন নেইমার নিজেই।

জানালেন বার্সেলোনাতেই থাকছেন। ‘বার্সেলোনাতেই ভালো আছি। আমি বার্সাতেই থাকবো। এটা নিয়ে ভক্তদের চিন্তার কোন কারণ নেই।’

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। বার্সার হয়ে গেল দুই মৌসুম মাঠ মাতিয়েছেন তিনি। গত আসরে ট্রেবল জয় করে বার্সেলোনা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে নিজের নৈপুণ্য প্রদর্শন করেছেন তিনি। সর্বশেষ আসরে ৫১ ম্যাচে ৩৯ গোল করেন তিনি।

শুধুমাত্র ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের হয়েও নেইমারের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। জাতীয় দল ও ক্লাব ফুটবলে নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে নজর পড়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই নেইমারকে দলে ভেড়াতে উঠে-পড়ে লেগেছে ম্যান ইউ- বেশ কিছুদিন যাবৎ এমন খবর চাউর হয়েছে ইউরোপে।

কিন্তু এমন গুঞ্জনে ম্যান ইউ’র কোনো লাভ হবে না বলে নিজেই জানালেন নেইমার। তিনি বলেন, ‘এমন কথা আমিও শুনেছি। কিন্তু এই খবর নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কারণ আমি বার্সেলোনাতে ভালো আছি। দলের সতীর্থদের সাথে দারুণ সময় কাটাচ্ছি। অতএব, এ নিয়ে বার্সার ভক্তদের চিন্তা কোনো কারণ নেই।’

লা-লীগায় ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে বার্সেলোনা। দুটিতেই জয় পেয়েছে বার্সা। তবে মাম্পসের সমস্যা থাকায় বার্সার জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি নেইমার। দলের দুর্দান্ত শুরুতে অভিভূত নেইমার। তাই এই মৌসুমে বার্সেলোনাকে সবচেয়ে বেশি শিরোপা এনে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান তিনি।

নেইমার বলেন, ‘গতবারের মতো এবারের মৌসুমেও ভালো ফল করবে বার্সেলোনা। আমাদের মূল লক্ষ্য শিরোপা জয় করা। দলের শিরোপা জয়ের জন্য যা করা দরকার সবটুকুই উজার করে দেবো।’

বাংলাদেশ সময়: ১৩:১১:৫৭   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ