ঈদে সারাদেশে মুক্তি পাচ্ছে ‘ভোলা তো যায় না তারে’

Home Page » বিনোদন » ঈদে সারাদেশে মুক্তি পাচ্ছে ‘ভোলা তো যায় না তারে’
সোমবার, ৩১ আগস্ট ২০১৫



vola-jayna.jpg

বঙ্গনিউজ ডটকমঃ
-
আসছে কোরবানি ঈদেই মুক্তি পাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের নবাগতা চিত্রনায়িকা তানহা তাসনিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‌‘ভোলা তো যায় না তারে’। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক রফিক শিকদার।

তিনি বলেন, ‘আমরা এ ছবিটির সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সবকিছু ঠিক থাকলে এবং সেন্সর হতে ছাড়পত্র পেলে আসন্ন ঈদেই সারাদেশে মুক্তি পাবে ‘ভোলা তো যায় না তারে।’

ছবিটিতে তাসনিয়ার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা অভিনেতা নীরব। এ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত তানহা তাসনিয়া। তিনি বলেন, ‘প্রথম যে কোনো কিছুই অনেক ভালো লাগা দিয়ে মুড়ানো থাকে। আমার কাছে তেমনি এই ছবিটি। ভোলা যায় না তারে একেবারেই ভিন্ন প্রেমের ছবি। এখানে হিন্দু ও মুসলিম দুই পরিবারের গল্প নিয়ে কাহিনী এগিয়ে যাবে। এতে রুদ্র মুসলিম ঘরের ছেলে আর নীলাঞ্জনা হিন্দু ধর্মাবলম্বী। ছবিতে আমি নীলাঞ্জনার ভূমিকায় অভিনয় করেছি এবং নীরব ভাই রুদ্র’র চরিত্রে অভিনয় করেছেন। পুরো ছবির কাজটি খুব এনজয় করেছি। আশা করছি, ছবিটি সবারই ভালো লাগবে এবং আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে।’

ছবিটি প্রসঙ্গে নীরব বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরে এই ছবিটি। দু’টি ধর্মের যুবক-যুবতীর প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে এখানে। এখন তো সর্বত্রই নকল ছবির বাজার। দর্শকরা প্রায়ই এই অভিযোগ করেন। সেদিক থেকে এটি তাদের জন্য বিশেষ উপহার। কারণ সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে।’

উল্লেখ্য, গেল ১৭ই ফেব্রুয়ারি থেকে ধলেশ্বরী ফিল্মস’র ব্যানারে রফিক সিকদারের পরিচালনায় ‘ভোলা তো যায় না তারে’ ছবিটির শুটিং শুরু হয়। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জিয়া হল, ছবির হাট ও বই মেলাতে শুটিং হয়েছে। পরে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবিটির গানসহ বেশ কিছু দৃশ্যের শুটিং করা হয়।

বাংলাদেশ সময়: ১২:১০:৫২   ৫৪১ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ