অ্যাথলেটিকো মাদ্রিদের সহজ জয়।

Home Page » খেলা » অ্যাথলেটিকো মাদ্রিদের সহজ জয়।
সোমবার, ৩১ আগস্ট ২০১৫



sports1440991332.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের। রোববার রাতে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ লিগের অন্যতম সেরা এই দলটি।

সেভিয়ার মাঠ সানচেস পিহুয়ান স্টেডিয়ামে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একটি করে গোল করেন কোকে, গাবি ও জ্যাকসন মার্টিনেজ।

অ্যাথলেটিকো মাদ্রিদের এটি টানা দ্বিতীয় জয়। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে রয়েছে ‘এইবার’। তাদের পয়েন্টও ছয়। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ‘এইবার’। দুইয়ে রয়েছে সেলটা ডি ভিগো। তাদের পয়েন্টও ছয়।

রোববার রাতে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে অ্যাথলেটিকো মাদ্রিদ। গোল না পেলেও মুহুর্মুহু আক্রমণে সেভিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে মাদ্রিদ। তবে গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৩৫ মিনিটে কোকের গোলে লিড নেয় তারা। আন্তোইনে গ্রিজমানের বাড়ানো পাস থেকে ডান পায়ের শটে সেভিয়ার জালে বল পাঠান কোকে।

১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় অ্যাথেলেটিকো মাদ্রিদ।

ম্যাচের ৭৮ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সফরকারীরা। থিয়াগোর বাড়ানো পাস থেকে ডি বক্সের ২৫ গজ দূর থেকে শট নিয়ে গোল করেন গাবি। এর সাত মিনিট পর স্কোর লাইন ৩-০ করেন মার্টিনেজ। গ্রিজমানের বাড়ানো পাস লক্ষ্যভেদ করতে ভুল করেননি মার্টিনেজ। শেষ পর্যন্ত তিন গোলের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো।

বাংলাদেশ সময়: ৯:৫৬:২৪   ৪৯৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ