বার্সেলোনার প্রতিশোধ

Home Page » খেলা » বার্সেলোনার প্রতিশোধ
রবিবার, ৩০ আগস্ট ২০১৫



বার্সেলোনার প্রতিশোধবঙ্গনিউজ ডটকমঃথমাস ভারমালেনের একমাত্র গোলে মালাগার বিপক্ষে গত মৌসুমে হারের প্রতিশোধ নিয়েছে লুইস এনরিকের দল। লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে এদিন মালাগার গোলরক্ষক কার্লোস কামেনির দুর্দান্ত নৈপুণ্যে গোল বঞ্চিত থাকেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমারদের মত তারকারা।

শনিবার রাতে কাম্প ন্যুয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ৪ মিনিটে সুয়ারেজের হেড জালে জড়ালেও ফাউলের কারণে তা বাদ হয়ে যায়। তবে ১০ মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেজ আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বল ফাঁকায় পেয়ে ব্যাকহিল করলে তা নিজের মালাগার গোলরক্ষক কার্লোস কামেনির হাতে লেগে ফিরে আসে।

তবে ১৯ মিনিটে পিছিয়ে পরতে পারতো বার্সেলোনা। ডিফেন্ডারদের ভুলে মাঝমাঠে বল পেয়ে যান হুয়ান কার্লোস। গোলরক্ষক ব্রাভো এগিয়ে থাকায় প্রায় ৪০ গজ দূর থেকে শট নেন তিনি। কিন্তু বার পোস্টের সামান্য উপর দিয়ে চলে যাওয়ায় সে যাত্রায় রক্ষা পায় কাতালানরা।

২৬ মিনিটে মেসির ক্রস থেকে মাসচেরানোর হেড ক্রসবারে লেগে বাইরে চলে গেলে। ৩৫ মিনিটে এগিয়ে যাবার সুযোগ পায় মালাগা। কিন্তু ডুজে কপের দুর্বল শট ধরতে কোনো সমস্যাই হয়নি ব্রাভোর। পরের মিনিটেই সুয়ারেজের শট ঝাঁপিয়ে পরে রক্ষা করেন কামেনি। ৩৯ মিনিটে নেইমার কাটিয়ে ঢুকতে গেলে বল ডি বক্সের ভেতর ডিফান্ডারের হাতে লাগে। কিন্তু রেফারী তা এড়িয়ে যান। এর পরের মিনিটেই সুয়ারেজকে ডি বক্সের ভিতর ফাউল করা হলেও তাতে সাড়া দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে বারে শট করেন মেসি। মালাগার গোলরক্ষকের দৃঢ়তায় হতাশার আগুনে পুরতে হয় তাদের। ৫৮ মিনিটে ইনিয়েস্তার পাস থেকে মেসির দুর্দান্ত শট আবারো ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন কামেনি। ৬৫ এবং ৬৯ মিনিটে মেসির আরও দুটি শট প্রতিহত করেন এই ক্যামেরুন গোলরক্ষক।

তবে ৭৩তম মিনিটে সুয়ারেজের ক্রস ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন কামেনি। ফিরতি বল পেয়ে ভারমালেনের বাঁ পায়ের জোরালো শট ফিরানোর কোনো সুযোগ হয়নি তার। ম্যাচের যোগ করা সময়ে হুয়ান কার্লোসের বাড়ানো বল ফাঁকায় পেয়েও পায়ে লাগাতে ব্যর্থ হন চার্লেস। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ০-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মালাগা। আর দুই ম্যাচেই জয় পেয়ে তালিকার শীর্ষেই রইল বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৩৭   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ