রিয়ালের বিশাল জয়

Home Page » এক্সক্লুসিভ » রিয়ালের বিশাল জয়
রবিবার, ৩০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃলা লিগায় নিজেদের প্রথম ম্যাচে সামর্থ্য অনুযায়ী খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল এবং হামেস রদ্রিগেজের জোড়া গোলে রিয়াল বেতিসকে উড়িয়ে দিয়ে বিশাল জয় পেয়েছে বেনিতেজের শিষ্যরা। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বেতিসকে ৫-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ২ মিনিটে করিম বেনজেমার ক্রসে হেড করে বল জালে জড়ান বেল।

৩৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান রদ্রিগেজ। ডি বক্সের সামান্য বাইরে থেকে নেয়া দাপুটে শট বারে লেগে জালে জড়ায়।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়ানোর প্রচেষ্টায় আক্রমণাত্মক খেলতে থাকে তারা। দ্বিতীয়ার্ধে শুরুতেই গোলও পেয়ে যায় তারা। বেলের ক্রসে হেড করে বল জালে জড়ান করিম বেনজেমা।

তিন মিনিট পর আবার গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগেজ। টনি ক্রুসের শট ধরতে গেলে পায়ে লেগে তা শূন্যে উঠে যায়। আর তা থেকে দুর্দান্ত বাইসাইকেল শটে বল জালে জড়ান এই কলম্বিয়ান।

৬১ মিনিটে রাফায়েল ভারানে কাস্ত্রোকে ফাউল করলে পেনাল্টি পায় বেতিস। কিন্তু কাস্ত্রোর শট রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস ফিরিয়ে দিলে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হারায় তারা।

৭৮ মিনিটে ক্যাসেমিরোর ক্রস থেকে সের্জিও রামোসের নেয়া বাইসাইকেল শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৮৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া শট বারে লেগে জালে জড়ায়। এরপর আর কোন গোল না হলে ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৪:৩০:১৮   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ