মাওবাদী হামলা: ছত্তিশগড় কংগ্রেস প্রধানসহ নিহত ২৭

Home Page » বিবিধ » মাওবাদী হামলা: ছত্তিশগড় কংগ্রেস প্রধানসহ নিহত ২৭
রবিবার, ২৬ মে ২০১৩



india-sm20130526013513.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় রাজ্যের কংগ্রেস প্রধান নন্দ কুমার প্যাটেল, তার ছেলে দিনেশ প্যাটেল এবং স্থানীয় নেতা মহেন্দ্র কর্মাসহ মোট ২৭ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে কমপক্ষে ৩২ জন।
হাসপাতালে ভর্তি আহতদের অনেকেরই অবস্থা গুরুতর। এদের মধ্যে রয়েছেন সাবেক ইউনিয়ন মন্ত্রী ভিসি শুক্লা।
শনিবার ভারতের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে ৠালি শেষ করে পার্টি অফিসের দিকে যাওয়ার সময় রায়পুর থেকে ৩৪৫ কি.মি দক্ষিণে শুকমা এলাকায় হামলার শিকার হন ছত্তিশগড় কংগ্রেস প্রধান নন্দ কুমার প্যাটেল এবং তার দলের নেতাকর্মীরা। এসময় নন্দ কুমারের সঙ্গে তার ছেলেও ছিলেন।
গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গাছ ফেলে প্রথমে তাদের গতি রোধ করা হয়। তারপর গাড়িবহরের সামনে বোমা ফাটিয়ে কমপক্ষে ২০০ মাওবাদী নির্বিচারে গুলি চালায়। এসময় গাড়ি বহরে ২০টি গাড়ি এবং ১২০ জন কংগ্রেস নেতাকর্মী ছিল ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়।
নেতাকর্মীদের নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে  ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় নেতা মহেন্দ কর্মাসহ ২৫ জন।
হামলা থেকে বাঁচতে নন্দ কুমার ও তার ছেলে পাশের ডোবায় ঝাপ দিয়েও বাঁচতে পারেনি। সেখান থেকে মাওবাদীরা তাদের অপহরণ করে নিয়ে যায়।
পরে রবিবার সকালে বস্টারের জিরাম উপত্যকা থেকে পিতা-পুত্রকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় তাদের সঙ্গে আরো আটজনের লাশও পাওয়া যায়। এদের বেশিরভাগই নিরাপত্তা কর্মী।
জানা যায়, রাজ্যের কংগ্রেস প্রধানকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে কংগ্রেস পার্টি অফিসে হামলার ঘটনায় ‘ক্ষোভ’ প্রকাশ করেছেন দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী।
রবিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছত্তিশগড় পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যেই রাহুল গান্ধী ছত্তিশগড় পরিদর্শনে গিয়ে এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কথা জানান।
আহতদের দেখতে হাসপাতালে গিয়ে রাহুল গান্ধী বলেন, এই হামলা কংগ্রেসের উপর নয়, ভারতের গণতন্ত্রের উপর হামলা। হামলার পরও আমরা সন্ত্রাস নির্মূলে পিছপা হব না।
নকশালবাদ বলে পরিচিত মাওবাদীরা দীর্ঘ চার দশক যাবৎ মধ্য ও পূর্ব ভারতে লড়াই করে যাচ্ছে। দরিদ্রদের জন্য ভূমি ও সবার জন্য চাকরি নিশ্চিত করতে একটি কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই সংগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৫৬   ৫৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ