আমেরিকায় তেল বিক্রি, ইরানের ভাবনা

Home Page » বিশ্ব » আমেরিকায় তেল বিক্রি, ইরানের ভাবনা
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃকিছুদিন আগেই পরমাণু চুক্তি স্বাক্ষর হয়েছে। কথামতো আর্থিক নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে আমেরিকা। ফলে ইরানের অর্থনীতি আগের থেকে অনেক সচল এখন। তবে এর মধ্যেই আমেরিকাকে তেল দিতে অস্বীকার করল ইরান। ইরানের পেট্রোকেমিক্যাল কমার্শিয়াল কোম্পানির কার্যনির্বাহী পরিচালক মেহদি শারিফ নিকনাফ্স বলেছেন, “তেল রফতানির ক্ষেত্রে আমেরিকার বাজারকে কখনোই বিবেচনা করেনি তেহরান। আগামীদিনেও একই পথে হাঁটব আমরা।” মেহদি শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে উত্তর আমেরিকা পর্যন্ত পরিবহন ব্যয় অনেক বেশি হওয়ায় অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রে তেল বিক্রি লাভজনক নয়। এ ছাড়া, ইরানের তেল বিক্রির জন্য বিকল্প বহু বাজার রয়েছে জানিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ইরানের এই তেল কর্মকর্তা আরও বলেন, “আমেরিকায় তেল রফতানির কোনও পরিকল্পনা আমাদের নেই। ওয়াশিংটনের পক্ষ থেকেও সে ধরনের কোনও অনুরোধ আমরা পাইনি। তবে বর্তমানে আমরা আমেরিকার তেলের বাজার খতিয়ে দেখতে শুরু করেছি।” ইরান সাধারণত এশিয়া ও ইউরোপীয় দেশগুলোতে তেল রফতানি করে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন নতুন করে অনেক রাস্তা খুলে গিয়েছে ইরানের সামনে। ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের আগে ইরান তার মোট উৎপাদনের ৩০ শতাংশ তেল ইউরোপে রফতানি করতো।

বাংলাদেশ সময়: ২৩:১২:০৮   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ