বৃষ্টির দাপটে খেলা হলো মাত্র ১৫ ওভার

Home Page » ক্রিকেট » বৃষ্টির দাপটে খেলা হলো মাত্র ১৫ ওভার
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃভারত ও শ্রীলংকার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে বৃষ্টি। ফলে ২২ গজে মাত্র ১৫ ওভার লড়াই করতে সক্ষম হয়েছেন দু’দলের খেলোয়াড়রা। আর এই ১৫ ওভারে প্রথম ব্যাট করা সফরকারী ভারত ২ উইকেটে ৫০ রান তুলেছে।
কিছুটা মেঘলা আবহাওয়ায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস করতে নামেন শ্রীলংকার অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ ও ভারত দলপতি বিরাট কোহলি। সেই লড়াইয়ে জয়ের হাসি হাসেন ম্যাথুজ। ঘাস থাকায়, শুরুতেই উইকেটের সুবিধা কাজে লাগাতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ম্যাথুজ।
লংকান দলপতির সিদ্বান্তটা যে, শতভাগ সঠিক ছিলো তা প্রমাণ করেছেন দুই পেসার ধাম্মিকা প্রসাদ ও নুয়ান প্রদীপ। ইনিংসের দ্বিতীয় বলেই ভারতের ওপেনার লোকেশ রাহুলকে বোকা বানান প্রসাদ। অফ-স্ট্যাম্পের বাইরের বল ব্যাট উঁচিয়ে ছেড়েও দিয়েছিলেন রাহুল। কিন্তু ইন-সুইং-এর তোপে রাহুলের স্ট্যাম্প উপড়ে ফেলেন প্রসাদ। ২ রান করেই ফিরে যান আগের ম্যাচের সেরা রাহুল।
এরপর চতুর্থ ওভারে আবারো উইকেট হারানো বেদনায় ডুব দিতে হয় ভারতকে। ঐ ওভারের চতুর্থ বলে আজিঙ্কা রাহানেকে ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নের টিকিট ধরিয়ে দেন প্রদীপ। ফলে ২ উইকেটে ১৪ রানে পরিণত হয় ভারত।
বেকাদায় পড়ে যাওয়া ভারতকে এরপর খেলায় ফেরানোর চেষ্টা করেন এই সিরিজে প্রথমবারের মত খেলতে নামা চেতেশ্বর পূজারা ও কোহলি। শুরুতে উইকেটে সেট হয়ে, দলের স্কোরটা ১৫ ওভারে ৫০ রানে নিয়ে তারা। এরপরই নামে বৃষ্টি। সেই বৃষ্টি নিয়মিত বিরতি দিয়ে ঝড়েছে কলম্বোর মাঠে। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে প্রথম দিনের খেলার সমাপ্তি ডাকেন ম্যাচ অফিসিয়ালরা। পূজারা ১৯ ও কোহলি ১৪ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৭   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ