বাড়ি বাড়ি থেকে ওষুধ তুলে জীবন বাঁচান বৃদ্ধা

Home Page » বিশ্ব » বাড়ি বাড়ি থেকে ওষুধ তুলে জীবন বাঁচান বৃদ্ধা
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃবয়স ৮০ ছুঁইছুঁই৷ চাকরি থেকে অবসর নিয়েছেন বহুদিন আগেই৷ কিন্তু কাজ থেকে অবসর নেননি৷ বলা ভালো অপরের জন্য কিছু করার লোভ তিনি সামলাতে পারেননি৷ তাই, অবসরের বয়সে চার দেয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে নেমে পড়েছেন পথে৷ আগে ব্লাড ব্যাংকেরই কর্মী ছিলেন৷ আর অবসরের পর নিজেকেই নিজে নিয়োগ করেছেন স্বাস্থ্যকর্মী হিসেবে৷ নিয়োজিত হয়েছেন দুঃস্থ মানুষদের সেবায়৷ তিনি ওঙ্কাররনাথ শর্মা, বয়স ৭৯৷ এই বয়সেও তিনি স্বপ্ন দেখেন৷ তার স্বপ্ন, দুঃস্থদের জন্য মেডিসিন ব্যাংক তৈরি করা৷ আর সেই স্বপ্নকে সফল করতে নেমে পড়েছেন রাজপথে৷ এ মহল্লা থেকে ও মহল্লা৷ এক বাড়ি থেকে আরেক বাড়ি৷ উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের থেকে সব রকমের ওষুধ সংগ্রহে এখন ব্যস্ত তিনি৷ ২০০৮ সাল থেকে প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরত্ব তিনি হেঁটে অতিক্রম করেন৷ কিন্তু, কেন হঠাৎ দরিদ্রদের জন্য মেডিসিন ব্যাংক গড়ে তোলার পরিকল্পনা তার মাথায় এলো? তার কথায়, লক্ষ্মীনগর এলাকায় নির্মীয়মান দিল্লি মেট্রো ব্রিজ যখন ভেঙে পড়েছিল, সেই সময় বহু মানুষকে যথাযথ চিকিৎসার অভাবে ভুগতে দেখেছেন৷ স্থানীয় হাসপাতালে গিয়ে অনেককে ওষুধ না পেয়ে ফিরে যেতেও দেখেছেন৷ এরপর থেকেই, তিনি সিদ্ধান্ত নেন এই নতুন পথে চলার৷ সংগৃহীত ওষুধগুলো নিজের মঙ্গলাপুরির ভাড়া বাড়ির একটি ছোট্ট ঘরে রাখেন৷ আর প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা দরিদ্রদের দিয়ে থাকেন৷ শুধু তাই নয়, এইমস, রাম মনোহর লোহিয়া হাসপাতাল, দীন দয়াল উপাধ্যায় হাসপাতাল ছাড়াও বহু আশ্রমেও দিয়ে থাকেন তার জমানো ওষুধগুলো৷ তবে, শুধু দরিদ্রদের ওষুধ দিয়ে সেবা করাই নয়, দরকারি ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ফেলে দেয়ার আগে সবাই যাতে দুইবার ভাবে সেই সম্পর্কে সচেতন করাও তার উদ্দেশ্য৷ এখানেই থেমে থাকেননি তিনি৷ ক্যান্সার ও কিডনির রোগে যারা ভুগছেন, যাদের সামর্থ্য নেই চিকিৎসা করার, তাদের পাশেও দাঁড়িয়েছেন এই বৃদ্ধ৷ এই সব মানুষদের জন্য অর্থ সংগ্রহের জন্য মাঝে মাঝে বাসে, ট্রামেও দেখা যায় তাকে৷ আর তার থেকে ওষুধ নিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষগুলোই এখন ওঙ্কারনাথ শর্মার পথের পাথেয়৷

বাংলাদেশ সময়: ২৩:০১:৪৯   ৬৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ