শিল্পখাতে বিদ্যুৎ সংযোগ উন্মুক্ত

Home Page » অর্থ ও বানিজ্য » শিল্পখাতে বিদ্যুৎ সংযোগ উন্মুক্ত
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



bedot-vorer_pataবঙ্গনিউজ ডটকমঃ অর্থনীতির গতি বাড়াতে শিল্পখাতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার ওপর থেকে কড়াকড়ি তুলে নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬/৮/২০১৫) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনের ‘সক্ষমতা বাড়ায়’ সরকার শিল্পসহ সব খাতে বিদ্যুৎ সংযোগ ‘উন্মুক্ত ও সহজতর’ করার এ সিদ্ধান্ত নিয়েছে।

উৎপাদনে বিপুল পরিমাণ ঘাটতির কারণে ২০১০ সালের নভেম্বরে শিল্পখাতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া সীমিত করার নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ বিপু বলেন, ‘এখন কোনো গ্রাহক বা কোনো শিল্পপ্রতিষ্ঠান আবেদন করলেই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান সংযোগ দেবে।’

দশ মেগাওয়াট পর্যন্ত চাহিদার শিল্পপ্রতিষ্ঠানের আবেদনে সংশ্লিষ্ট বিতরণকারী প্রতিষ্ঠানই সংযোগ দিতে পারবে। তবে চাহিদা দশ মেগাওয়াটের বেশি হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।

গত তিন বছরে ছোট কিছু শিল্পকারখানা নতুন সংযোগ পেলেও বড় ও বেশি চাহিদার শিল্পকারখানার ক্ষেত্রে কড়াকড়ি ও শর্ত দেওয়া ছিল। এ কড়াকড়ি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের উৎপাদন আগে কম থাকায় বড় কারখানায় নতুন সংযোগ দেওয়া বন্ধ ছিল। এখন উৎপাদন বাড়ায় সংযোগ উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত ২০১৪-১৫ অর্থ বছরে মোট ৩৬ হাজার শিল্পপ্রতিষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর আবাসিক খাতে দেওয়া হয় ১৮ লাখ নতুন সংযোগ।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১৬   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ