ঢাকা-সিলেট মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা-সিলেট মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ
শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫



dhaka-shylet-road_314610বঙ্গনিউজ ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপনের কাজ চলছে। তাই ঢাকা-সিলেট মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ছয়টা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মেরামত শেষে মধ্যরাত ১২টার পরে পুনরায় যান চলাচলের জন্য মহাসড়কটি খুলে দেওয়া হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে বেইলি সেতু স্থাপনের কাজ শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে ছোট যানবাহনগুলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়ক ও হবিগঞ্জের ভেতর হয়ে নাসিরনগর-সরাইল সড়ক ব্যবহার করতে পারবে। তবে বড় যানবাহনগুলো বিকল্প এ দুই সড়ক দিয়ে চলাচল করতে পারবে না। আমরা যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি।’

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ সূত্র জানায়, সেতু মেরামতকালিন ঢাকা থেকে সিলেটগামী ছোট-ছোট যানবাহনকে সরাইল-নাসিরনগর সড়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া-বিজয়নগর উপজেলার ভেতরের চান্দুরা সরু সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এসব সংযোগ সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে এই মহাসড়কটি বন্ধ থাকায় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নৌকাযোগে নদী পার হয়ে কোনো ধরনের যানবাহন না পেয়ে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েছেন।

সরাইল বিশ্বরোড মোড়ের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে নাসিরনগর পর্যন্ত সড়ক এবং বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে আখাউড়া বাইপাস সড়ক দিয়ে হালকা ও মাঝারি যান চলাচল করছে। উভয় পাশে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০০:৪৩   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ