কমছে না জ্বালানি তেলের দাম

Home Page » অর্থ ও বানিজ্য » কমছে না জ্বালানি তেলের দাম
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫



oil-priceবঙ্গনিউজ ডটকমঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় দেশীয় বাজারে সমন্বয়ের উদ্দেশ্যে দাম কমানো বিষয়ে চিন্তা-ভাবনা করা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হচ্ছে না।

বুধবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয় সভায় আপাতত জ্বালানি তেলের দাম না-কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান, জ্বালানি বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিকী, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের দাম না কমলেও আগামী ১ সেপ্টেম্বর থেকে আবাসিক, শিল্প, সিএনজি ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম বাড়ানো হতে পারে। পাশাপাশি শহরে যারা ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য দাম বাড়ানো হতে পারে। তবে কৃষি, সার ও গ্রামের প্রান্তিক গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে পারে। পিডিবি, ডিপিডিসি, ডেসকো এবং ওজোপাডিকোর প্রান্তিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়বে। অর্থাৎ ১ থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিট তিন টাকা ৩৩ পয়সা থেকে বেড়ে হবে তিন টাকা ৭৪ পয়সা। এ ছাড়া এক থেকে ৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট বাড়বে ৩৪ পয়সা। অর্থাৎ তিন টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হবে তিন টাকা ৮৭ পয়সা।

সূত্র জানায়, ২০১ ইউনিট থেকে পর্যায়ক্রমে ৬০০ ইউনিট পর্যন্ত তিন ধাপে গড়ে ২৫ শতাংশ করে বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট পাঁচ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে ছয় টাকা হতে পারে। ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হতে পারে ছয় টাকা ৫০ পয়সা এবং ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত আট টাকা ৫১ পয়সা থেকে করা হতে পারে ১০ টাকা। ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের প্রতি ইউনিট ১১ টাকা ৫০ পয়সা করা হতে পারে।

পাশাপাশি গ্যাসের দাম গড়ে ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানো হতে পারে। এক্ষেত্রে আবাসিক এক চুলা এক চুলা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ এবং দুই চুলা ৪৫০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হতে পারে। এছাড়া ক্যাপটিভ, শিল্প, বাণিজ্যিক ও চা বাগানে ব্যবহার করা গ্যাসের দাম গড়ে ২০ থেকে ২৫ শতাংশ করে বাড়ানো হতে পারে। সিএনজির দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সিএনজি স্টেশন মালিকদের কমিশনও বাড়ানো হবে। এর আগে ২০০৯ সালে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২:২৭:৪০   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ