দেশে ফিরেছে আরও ১২৫ বাংলাদেশি

Home Page » আজকের সকল পত্রিকা » দেশে ফিরেছে আরও ১২৫ বাংলাদেশি
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ  সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরও ১২৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে, চার দফায় ৫০১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে ঘুমধুম সীমান্ত দিয়ে ওই ১২৫ জনকে ফেরত আনা হয়। ফেরত আনা ১২৫ জনকে সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে এনে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাদেরকে ৪টি বাসে করে নিয়ে আসা হয় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে।

এর আগে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দল সকাল ১০টা ৪০ মিনিটে বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় যান। বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের তমব্রু টাউন অ্যাডমিনিস্ট্রিশন অফিসে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ১২৫ জনকে ফেরত দেয়া হয়।

বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান। অন্যদিকে, মিয়ানমারের ২৩ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্ট পরিচালক ইউ স নাইং।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনির জানান, ফেরত আনা ১২৫ জনের মধ্যে ১৪ জেলার বাসিন্দা রয়েছে। এর মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ৮৬ জন। এ ছাড়াও অপ্রাপ্ত বয়স্ক রয়েছে ২৭ জন। আইনগত প্রক্রিয়া শেষে আইওএম এবং রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে সব রকমের সহযোগিতা দিয়ে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হবে।

বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান জানান, ফেরত আনা ১২৫ জনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশের অধীনে তাদেরকে রাখা হবে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে। ওখানে জিজ্ঞাসাবাদ শেষে অপ্রাপ্ত বয়স্ক ২৭ জনকে আদালতে হাজির করে অভিভাবকের কাছে পৌঁছানো এবং অন্যান্যদের নিজ জিম্মায় বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) ও রেডক্রিসেন্ট সোসাইটি।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১২   ২৫৪ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ