১২শ’ কোটির ২৯ প্রকল্প বাস্তবায়নে নৌ-মন্ত্রণালয়

Home Page » প্রথমপাতা » ১২শ’ কোটির ২৯ প্রকল্প বাস্তবায়নে নৌ-মন্ত্রণালয়
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০১৫



Shajahan-Khanবঙ্গনিউজ ডটকমঃ প্রায় ১২শ’ কোটি টাকা ব্যয়ে ২৯টি প্রকল্প বাস্তবায়ন করবে নৌ-পরিবহন মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়টির সভাকক্ষে এডিপি বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন নৌমন্ত্রী শাজাহান খান। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বৈঠকের বিস্তারিত জানান।

তিনি জানান, ‘চলতি অর্থবছরে (২০১৫-১৬) মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর মাধ্যমে ২৯ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্প এবং সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ১১টি। প্রকল্প বাবদ ১১৫৮ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে।’

বৈঠকে আরও জানানো হয়, গত অর্থবছরে (২০১৪-১৫) ৭৩১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে মন্ত্রণালয় ৩৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অগ্রগতি ৯৭ দশমিক ৬৭ ভাগ বলেও উল্লেখ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। তিনি গত অর্থবছরের চেয়ে চলতি বছরের অগ্রগতি আরও ভালো করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় জানানো হয়, এডিপির ১৮টি প্রকল্পের মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএর ৭টি, বিআইডব্লিউটিসির ৩টি, মংলাবন্দর কর্তৃপক্ষের ৩টি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২টি, সমুদ্র পরিবহন অধিদফতরের ১টি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ২টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১১টি প্রকল্পের মধ্যে বিআইডব্লিউটিএর ৩টি, বিআইডব্লিউটিসির ২টি, মংলাবন্দর কর্তৃপক্ষের ৩টি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৩টি প্রকল্প।

 

বাংলাদেশ সময়: ১২:১৪:২৯   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ