দুই বান্ধবীর এক ধারাবাহিক

Home Page » বিনোদন » দুই বান্ধবীর এক ধারাবাহিক
সোমবার, ২৪ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ তানজিন তিশা কিংবা তারিন রহমান দু’জনের কেউই একই স্কুল কিংবা কলেজের সহপাঠী নন। তবু তারা একে অন্যের ভালো বন্ধু। মিডিয়ায় কাজ করতে এসেই মূলত তাদের পরিচয়। একসাথে কখনো কোনো নাটক বা অনুষ্ঠানে অংশ নিলেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা হওয়ার পর থেকে পরিচয় এবং তারপর ভালো বন্ধুত্বে গড়ায় সেই সম্পর্ক। তাই একজনের মন খারাপ হলে শুধু মুঠোফোনে কথা শেয়ার করার মাঝে তা সীমাবদ্ধ থাকে না, কোনো একটি নির্দিষ্ট স্থানে বসে চুটিয়ে আড্ডাও দেন তারা। তবে এখন সেই আড্ডা বলা যায় যেন নিয়মিতই হয়ে উঠছে। কারণ তাদের এখন দেখা হচ্ছে প্রায় প্রতিদিন। আশুতোষ সুজনের নির্দেশনায় শুটিং চলতি ধারাবাহিক নাটক ‘তিন কন্যা’তে তানজিন তিশা ও তারিন রহমান একসাথে অভিনয় করছেন। তানজিন তিশা অভিনয় করছেন রাইসা চরিত্রে এবং তারিন রহমান অভিনয় করছেন মুনিয়া চরিত্রে। প্রথমবারের মতো তারা দু’জন একসাথে কোন নাটকে কাজ করছেন। তানজিন তিশা বলেন, ‘ধারাবাহিকটির গল্প মূলত আমাকে কাজ করতে ভীষণ আগ্রহী করে তুলেছে। সুজন ভাইয়ের কাছে যখন শুনলাম যে, আমার প্রিয় বন্ধু তারিনও কাজ করবে, তখন তো সেই আগ্রহ যেন আমার অনেক বেড়ে গেল। আমরা খুব আগ্রহ নিয়ে কাজটি করছি এবং কাজের ফাঁকে ফাঁকে বেশ আড্ডাও দিচ্ছি।’ তারিন রহমান বলেন, ‘তিশা আর আমি একই ধারাবাহিকে কাজ করতে পারব, এটা কখনোই ভাবিনি। পরিচালক আশুতোষ সুজন ভাইয়ার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মুনিয়া চরিত্রে আমি নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার খুব চেষ্টা করছি। আশা করি নাটকটিতে আমার এবং তানজিন তিশার অভিনয় দর্শকের ভালো লাগবে।’ ধারাবাহিক এই নাটকটি রচনা করেছেন শেখ কোরাইশী। আসছে ১০ সেপ্টেম্বর থেকে বাংলাভিশনে নাটকটির প্রচার শুরু হবে বলে জানান পরিচালক আশুতোষ সুজন। এদিকে এর আগে একই পরিচালকের নির্দেশনায় তারিন রহমান জীবনের প্রথম নাটকে অভিনয় করেন। নাটকের নাম ‘শেষ পৃষ্ঠার ছবি’। এতে তার বিপরীতে ছিলেন অপূর্ব। তানজিন তিশা এবারই প্রথম আশুতোষ সুজনের নির্দেশনায় কাজ করছেন। রাজধানীর উত্তরা ও নিকেতনে নাটকটির শুটিং চলছে। এ দিকে তানজিন তিশা আসছে ঈদ উপলক্ষে মোহন খানের নির্দেশনায় সজলের বিপরীতে একটি খণ্ডনাটকে অভিনয় করেছেন। অন্য দিকে তারিন রহমান নাফিজ রেজার নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন গত সপ্তাহে। 

বাংলাদেশ সময়: ০:০৮:০৫   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ