১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ‘অনার ৭ আই’ স্মার্টফোন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ‘অনার ৭ আই’ স্মার্টফোন
রবিবার, ২৩ আগস্ট ২০১৫



১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ‘অনার ৭ আই’ স্মার্টফোনবঙ্গনিউজ ডটকমঃ চীনা টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘অনার ৭ আই’। নতুন এই সেটের ক্যামেরায় রয়েছে রোটেট্যাবল ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। যেটি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লিপ করতে পারবে ফলে রিয়ার ক্যামেরা দিয়েই ফ্রন্ট ক্যামেরার কাজ চালানো যাবে।

বর্তমানে চীনে স্মার্টফোনটি বিক্রির আগাম অর্ডার নেওয়া হচ্ছে। সেটটির দাম রাখা হয়েছে এক হাজার ৫৯৯ চায়নিজ ইয়েন, বাংলাদেশি টাকায় যা প্রায় ২০ হাজার টাকার মতো।

‘অনার ৭ আই’তে রয়েছে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের আরেকটি ভার্সন রয়েছে স্মার্টফোনটির, যার দাম ধরা হয়েছে এক হাজার ৮৯৯ চায়নিজ ইয়েন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার টাকা। তবে চীনের বাইরে এখনো কোথাও ‘অনার ৭ আই’ বিক্রির ঘোষণা দেয়নি হুয়াওয়ে।

সেটটিতে রয়েছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি (১০৮০ x ১৯২০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। ৬৪ বিট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসরে (১.৫ গিগাহার্জ কোয়াড-কোর+১.২ গিগাহার্জ কোয়াড কোর) চলবে স্মার্টফোনটি। আরো রয়েছে আদ্রেনো ৪০৫ জিপিইউ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি যোগ করা যাবে স্মার্টফোনটিতে।

ডুয়েল সিমের এই স্মার্টফোনটি চলবে ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এর ব্যাটারি ৩১০০ এমএএইচের।

বাংলাদেশ সময়: ২০:১৯:৫৮   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ