মেসি নয় এক মওসুমে সর্বোচ্চ গোলের মালিক ব্রাজিলের সাবেক খেলোয়াড় জিকো……!!!!

Home Page » খেলা » মেসি নয় এক মওসুমে সর্বোচ্চ গোলের মালিক ব্রাজিলের সাবেক খেলোয়াড় জিকো……!!!!
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১২



শুভ, বঙ্গ-নিউজ ডটকম : নতুন বিতর্কের সুচনা করল ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লামেঙ্গো এবং তাদের দাবী অনুযায়ী মেসি নয় এক মওসুমে সর্বোচ্চ গোল করেছেন ব্রাজিলের সাবেক খেলোয়াড় জিকো! জার্মানির কিংবদন্তি গার্ড মুলারকে পিছনে ফেলে কিছু দিন আগে এক মওসুমে সর্বোচ্চ গোল করে ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু মেসির ঐ রেকর্ড প্রশ্ন তুলেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। ক্লাবটির দাবি এক মওসুমে সর্বোচ্চ গোল করেছেন ব্রাজিলের সাবেক খেলোয়াড় জিকো। তাই এখনো সেই রেকর্ড মালিক জিকোই। বেশ কিছুদিন ধরেই বিশ্ব ফুটবলে বেশ রাক-ডাক চলছে মেসি ও মুলারকে নিয়ে। মাঠে দু’জনের লড়াইয়ের কোন বিষয় নয়।

১৯৮১ সালেই ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মুলার। আর বর্তমানে ফুটবল মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন মেসি। তাই মাঠের লড়াই নয়, দু’জনের লড়াইটা এখন রেকর্ড নিয়ে। ইতিহাস বলছে ১৯৭২ সালে এক মওসুমে ৮৫ গোল করে রেকর্ড গড়েছিলেন মুলার। তাই রেকর্ড ভাঙ্গার পথেই ছিলেন মেসি। সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা মেসি অবশেষে ৯ ডিসেম্বর স্প্যানিশ লিগে মুলার রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস লেখেন। রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল করে এক মওসুমে সর্বোচ্চ গোল করার মালিক বনে যান মেসি। তাই রেকর্ড বইয়ে সবার উপরেই নাম লেখা হয় মেসির। কিন্তু সেই রেকর্ড নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। স্থানীয় পত্রিকা ল্যান্স জানায়, ‘জিকো এক বছরে ৮৯ গোল করেছে। ৮১ গোল ক্লাবের হয়ে, ৭ গোল ব্রাজিলের হয়ে এবং ১টি গোল প্রীতি ম্যাচে।’ তাই তাদের দাবি এক মওসুমে সর্বোচ্চ গোল করার মালিক জিকোই। ঐ ক্লাবের ইতিহাস লেখক ব্রুনো লুসেনা বলেন, ‘মেসি এই রেকর্ডের মালিক নন। যদি পুরো বছর খেলতে পারতো জিকো তবে গোলসংখ্যা ১০০ ছাড়িয়ে যেত। তবে ১৯৭৯ সালে ইনজুরিতে পড়ার আগে ৮৯ গোল করেছে জিকো। তাই রেকর্ডের মালিক তিনিই।’ এক মওসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। জিকোর গোল ৮৯টি ছিল বলে দাবি তাদের। কিন্তু ইতিহাস তো কথা বলছেই মুলারের পক্ষে। তাই ইতিহাস ধরলে এক মওসুমে সবচেয়ে বেশি গোল করার মালিক কিন্তু বর্তমানে মেসি। বর্তমানে এক মওসুমে মেসির গোল সংখ্যা এখন ৮৮টি।

বাংলাদেশ সময়: ২:৪৮:২০   ৫৮৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ