১৬৫ হজযাত্রীর সীমাহীন ভোগান্তি

Home Page » জাতীয় » ১৬৫ হজযাত্রীর সীমাহীন ভোগান্তি
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫



হজযাত্রীবঙ্গনিউজ ডটকমঃ ‘চার দিন হলো ক্যাম্পে আছি। রাতে ঘুম হয় না, আর দিনে পেরেশানি (চিন্তা)। পাসপোর্ট জমা দিছি ভিসা হয়েছে; কিন্তু এখনও কিছুই হাতে পাইনি। কখন ফ্লাইট তাও বলতে পারি না।’ হতাশা প্রকাশ করে কথাগুলো বললেন গাইবান্ধা থেকে আগত হজযাত্রী মো. রমজান আলী।

বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অবস্থানরত অন্যান্য হজযাত্রীর অভিযোগও অনেকটা এরকমই।

গত ১৬ আগস্ট গাইবান্ধা থেকে ২২ জন যাত্রীর একটি দল হজ ক্যাম্পে অবস্থান করেন। এর মধ্যে একজন রমজান আলী। হজ ভিসার জন্য পাসপোর্ট জমা দিলেও ওই সময় ভিসা সংক্রান্ত জটিলতায় পরেন তারা। কিন্তু জটিলতার অবসান ঘটলেও এখনও ভিসাসহ পাসপোর্ট হাতে পাননি বলে জানান হজযাত্রী রমজান আলী।

সরকারি ব্যবস্থাপনার এই ১৬৫ হজযাত্রী এখন পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত দুটি ফ্লাইটের একটিতেও চড়ার জন্য জায়গা হয়নি বলে অভিযোগ আটকা পড়া এসব হজ যাত্রীর।

ভিসা সংক্রান্ত জটিলতা অবসানের পর সরকারি ব্যবস্থাপনার ৮৩৮ জন হজযাত্রীর জন্য দুটি ফ্লাইটের ব্যবস্থা করা হলেও সেখানে সবাই যেতে পারেননি। ১৮ ও ১৯ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে আটকা পড়া এসব হজযাত্রীর যাওয়ার কথা ছিল। তবে এর মধ্যে ১৬৫ জন হজযাত্রী যেতে পারেননি।

এ বিষয়ে তারা বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় আবেদন করে এখনও আমরা টিকিট পাইনি। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় যারা যাচ্ছেন তারা টিকিট পাচ্ছেন।’

হজযাত্রীরা অভিযোগ করে বলেন, ‘সরকার আমাদের জন্য দুটি ফ্লাইটের ব্যবস্থা করলেও সেখানে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হলে কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি নিয়ে আমরা হজ ক্যাম্পের পরিচালকের কক্ষে জানাতে গেলে তিনি কক্ষের দরজা বন্ধ করে রাখছেন। পরিচালকের কক্ষের সামনে থাকা পিয়ন কোনোভাবেই ভেতরে ঢুকতে দিচ্ছে না।’

হজযাত্রী নাজিম আলী খান বলেন, ‘এখন ভিসা সংক্রান্ত কোনো জটিলতা নেই। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা বিমানের টিকিট পাচ্ছে না। ক্যাম্পের ভেতরে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে দাঁড়িয়ে থেকে দেখছি এজেন্সির মালিকদের টিকিট দেওয়া হচ্ছে। অথচ আমরা পাচ্ছি না।’

এ বিষয়ে হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘পর্যায়ক্রমে সব হজযাত্রীই যাবেন। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রথম দফায় ১৫২৪ জন, দ্বিতীয় দফায় ৪১৭ জন এবং তৃতীয় দফায় ২৪১ জনসহ মোট ২১৮২ জন যাত্রীকে পাঠানো হয়েছে।’

আটকাপড়া ১৬৫ হজযাত্রীর বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘আজ (গতকাল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আমরা একটি বৈঠক করব। সেখানে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’

তবে সরকারিভাবে আবেদনকৃত কোনো হজযাত্রী আটকে থাকবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:০৩   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ