ক্লার্ককে আনলাকি থার্টিন বানাবেন ব্রাড!

Home Page » খেলা » ক্লার্ককে আনলাকি থার্টিন বানাবেন ব্রাড!
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫



মাইকেল ক্লার্কবঙ্গনিউজ ডটকমঃবুধবার শুরু মাইকেল ক্লার্কের শেষ টেস্ট৷ সেই সঙ্গে আবার মঙ্গলবার অজি ওপেনার ক্রিস রজার্স ঘোষণা করে দিলেন, ওভালে খেলেই অবসর নেবেন৷ কিন্ত্ত এ সব নিয়ে কোথায় আবেগ? স্টুয়ার্ট ব্রড তো ফুটছেন! তার লক্ষ্য ক্লার্কের ‘আনলাকি থার্টিন’-এ৷

ব্যাপারটা কী রকম? হুঙ্কার দিয়ে ব্রড নিজেই বলেছেন, ‘আমি ওকে (ক্লার্ককে) এগারোবার বা ও রকমই আউট করেছি৷ এ বার সময় সেটাকে ১৩ করার৷’

বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হচ্ছে অ্যাসেজের শেষ ম্যাচ৷ ইতিমধ্যেই ৩-১ সিরিজ জিতে গিয়েছে ইংল্যান্ড৷ এই টেস্টের তাত্‍পর্য অনেক বেশি ক্লার্কের টেস্ট বলে৷ কিন্ত্ত সেই আবেগে না ভেসে ইংল্যান্ডের চোখ ৪-১-এ৷

স্টুয়ার্ট ব্রড
ব্রড যেমন ক্লার্কের শেষ দু’ইনিংসের উইকেট চান৷ কারণ এর আগে ১১ জন বোলারের কোনো বিশেষ এক জন ব্যাটসম্যানকে ১৩ বার আউট করার রেকর্ড রয়েছে৷ ওভালে ক্লার্ককে দু’বারই ফিরিয়ে দিলে ব্রড সেই ক্লাবে ঢুকে পড়বেন৷

ব্রডের সোজাসাপ্টা বক্তব্য, ‘নিশ্চিত ভাবেই আমি চাই না, ক্লার্ক ওভালে রান করুক৷ আমি ওর সেঞ্চুরি দেখতে চাই না৷’ আগের টেস্টে ট্রেন্ট ব্রিজে প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই শুইয়ে দিয়েছিলেন ব্রড৷ অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়ে দিয়েছেন নিজের লক্ষ্যের কথা৷ ব্রডের কথায়, ‘কুকি আমাদের বলে দিয়েছে, মনে রেখ, আমরা এই যুদ্ধটা আবার প্রথম থেকে শুরু করছি৷ যেনতেন প্রকারে ৪-১ করতে হবে৷’

এ সবের মধ্যে এ দিন নিজের অবসর ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্টে ১৯৭২ রানের মালিক রজার্স৷ ওভাল টেস্টই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ৷ টিম ব্যর্থ হলেও বছর ৩৮-এর ব্যাট অ্যাসেজ ছিলেন ফর্মে৷ ৪ টেস্টে তার রান ৪৩৭৷ নিজের জীবনের প্রাপ্তির কথা বলতে গিয়ে রজার্স বলেছেন, ‘গ্রেগ চ্যাপেল কয়েক মাস আগে আমায় বলেছিলেন যে আমার সম্পর্কে তার ধারণা ভুল ছিল৷ গ্রেগের কাছ থেকে এ রকম একটা স্বীকৃতি পাওয়া আমার কাছে বড় পাওনা৷’

বাংলাদেশ সময়: ৩:৩০:১৫   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ