অস্ট্রেলিয়া সিরিজ : প্রাথমিক স্কোয়াডেও চমক!

Home Page » ক্রিকেট » অস্ট্রেলিয়া সিরিজ : প্রাথমিক স্কোয়াডেও চমক!
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃসর্বশেষ যে টেস্ট সিরিজ খেলেছিলেন ২০১২ সালে; সেবার ঢাকাতে সেঞ্চুরি পেয়েছিলেন। আর ওয়ানডেতে সর্বশেষ ছয় ওয়ানডেতে তার আছে দুটি হাফ সেঞ্চুরি। এরপরও দিনের পর দিন সেই নাইম ইসলাম দলের বাইরে।
এক বছরেরও বেশি সময় তিনি জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি। ৭ ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স অব ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপে (পনি) জায়গা পাওয়াও একটা গুঞ্জন ছিল যে, এবার অন্তত টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নেবেন তিনি।
কিন্তু হলো না! আবারও জাতীয় দলের স্কোয়াডে ‘অগ্রহযোগ্য’ই হয়ে থাকলেন নাঈম। অথচ, ফের ডাক পেলেন শুভাগত হোম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির ঘোষণা করা ২৭ সদস্যের এলিট কন্ডিশনিং ক্যাম্পে এই দুটোই চমক।
আর বলে না দিলেও চলে যে, এই ২৭ জনের মধ্য থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন করা হবে। যদিও সেখানে টেস্টের বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজা কিংবা সাব্বির রহমান রুম্মান কিংবা আরাফাত সানির মতো অনভিষিক্ত ক্রিকেটাররাও আছেন।
জানিয়ে রাখা ভালো, আগামী ২২ আগস্ট শুরু হবে ক্যাম্প। খেলোয়াড়দের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। নাঈম ছাড়া পনিতে থাকা বাকি ছয় ক্রিকেটারই আছেন স্কোয়াডে।
স্কোয়াড : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক বিজয়, রনি তালুকদার, মো: মিথুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হোসেন রাজু, মো: শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, আল আমিন হোসেন। 

বাংলাদেশ সময়: ৩:২৯:৩০   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ