ঈদে আমার ২২টি গান প্রকাশ পাবে

Home Page » বিনোদন » ঈদে আমার ২২টি গান প্রকাশ পাবে
বুধবার, ১৯ আগস্ট ২০১৫



 

ঈদে আমার ২২টি গান প্রকাশ পাবেবঙ্গনিউজ ডটকমঃ বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে সরাসরি গানের অনুষ্ঠান মিউজিক ক্লাব। এতে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ন্যান্সি। গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

অনেক দিন পর টেলিভিশন লাইভে আপনি গাইবেন?

ঠিকই বলেছেন। আমি প্রায় চার মাস আগে টেলিভিশন লাইভে গেয়েছিলাম। ঈদের মধ্যেও কোনো টেলিভিশনে অনুষ্ঠান করিনি। অনেক দিন পরই দর্শক আমাকে লাইভে দেখতে পাবেন।

 

কোন গানগুলো শোনাবেন?

আমি সব সময় যে গানগুলো করি। এবার ভেবেছি আমার গাওয়া ভিন্নধর্মী গানগুলো করব। শ্রোতারা আমার জনপ্রিয় গানগুলো শুনতেই অনুরোধ করে। কিন্তু এমন অনেক গান আছে যেগুলো শ্রোতারা অনেক বেশি পছন্দ করে। এবার ভেবেছি সেই গানগুলো গাইব। এর মধ্যে  মায়া, প্রেমেরই শ্রাবণ, কী করে তোমায় ভুলে যাই, আমি ছুঁয়ে দিলেই ইত্যাদি গানগুলো করব।

 

প্রস্তুতি কেমন?

অনেক দিন পর যেহেতু লাইভে গান পরিবেশন করব। সেহেতু প্রস্তুতি একটু ভালোভাবেই নিয়েছি। এ ছাড়া গানের তালিকায় সচরাচর গাই এমন গান কম আছে। তাই নিয়মিত প্র্যাকটিস করেছি। আমার বিশ্বাস দর্শকদের ভালো একটি অনুষ্ঠান উপহার দিতে পারব।

 

আপনার চতুর্থ এককের কাজ কত দূর?

গান তৈরির কাজ চলছে। এটি এবার ঈদে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হবে। এটি সাউন্ডটেকের সঙ্গে আমার প্রথম কাজ। আমার মনে হয় ভালো কিছুই হবে। এ ছাড়া শ্রোতারা আমার সব অ্যালবাম থেকেই কোনো না কোনো গান গ্রহণ করেছে। এবারও শ্রোতাদের ভালোবাসা পাব আশা করি।

 

এ ছাড়া মিশ্র অ্যালবামে কণ্ঠ দিচ্ছেন?

আসিফ ইকবালের কথা ও আয়োজনে ফোক ও আধুনিক দুটি অ্যালবামে গান করেছি। এ ছাড়া আরও কিছু মিশ্র অ্যালবামে গান করার কথা আছে।

আর চলচ্চিত্রের গান?

সম্প্রতি বেশ কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। আরও কিছু গান ঈদে প্রকাশ হবে। এবার সবমিলিয়ে আমার একক, মিশ্র অ্যালবাম ও চলচ্চিত্রসহ মোট ২২টি গান প্রকাশ পাবে।

সাক্ষাত্কার : এ মিজান

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৪   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ