বাংলাদেশ চ্যাম্পিয়ন

Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশ চ্যাম্পিয়ন
বুধবার, ১৯ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃপ্রথম ও দ্বিতীয় আসরের ব্যর্থতা কাটিয়ে উঠায় তৃতীয় সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ । নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে অমীমাংসিত থাকায় ফলাফল নির্ধারণের জন্য খেলা টাইব্রেকারে গড়ায়। সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের কিশোররা চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারানোর পর শুধু স্টেডিয়াম নয়, গোটা সিলেট নগরীতে ক্রীড়ামোদী দর্শকরা আনন্দ উল্লাসে মেতে উঠে। 

মঙ্গলবার বিকেল পাঁচটায় তৃতীয় সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরুর আগেই স্টেডিয়াম অভিমুখি সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর হবেই বা না কেন? নানা বয়সী সিলেটের ফুটবল অনুরাগী হাজার হাজার দর্শকের গন্তব্য তো স্টেডিয়াম। ২৫ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পেলেও টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরে যান অন্ততঃ ১৫ হাজার দর্শক। এবার যোগ্য দল হিসেবেই বাংলাদেশ শিরোপা জিতেছে- খেলা শেষে এমন মন্তব্য করেছেন বেশিরভাগ দর্শক। তাদের এই মন্তব্য মোটেই অযৌক্তিক নয়। কারণ, ৬ দলের টুর্নামেন্টে এবার একমাত্র বাংলাদেশই ছিল অপরাজিত। 
মঙ্গলবার খেলার শুরু থেকে ভারত ও বাংলাদেশ আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে খেলতে থেকে । ৫ মিনিটে বাংলাদেশের মোঃ শাওন বল নিয়ে ঢুকে পড়েন ভারতের বিপদসীমায় । তবে শেষ পর্যন্ত বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি ।


৮ মিনিটে ভারতের হয়ে ফ্রি কিক নেন শাহজাহান । তবে, বাংলাদেশের রক্ষন ভাগের অসাধারণ দক্ষতায় এই যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ ।১২ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। মোঃ শাওনের নেয়া কর্নার থেকে বলটি ক্লিয়ার করে ভারতের খেলোয়াড়রা । ২৩ মিনিটে আবারো একটি পরিকল্পিত আক্রমণে যায় বাংলাদেশ। মোঃ শাওনের বাড়িয়ে দেয়া বলে পেনাল্টি বক্সের ভেতর হেড করেন মস্তাজেব খান । তবে, তা বারের উপর দিয়ে চলে যায় । ২৫ মিনিটে আবারও গোল কিপারকে লক্ষ্য করে শর্ট করেন মধ্য মাঠের খেলোয়াড় হৃদয় । ৩১ মিনিটে চমৎকার আক্রমণে যায় বাংলাদেশ । সাদ-শাওন থেকে বল পেয়ে ফাহিম পাশ করেন হৃদয়কে। তিনি অল্পের জন্য দলের হয়ে প্রথম গোল করতে ব্যর্থ হন। ৩৫ মিনিটে ভারত পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশের দুর্গে । রহিম আলীর নেওয়া শর্ট রুখে দেন বাংলাদেশের গোলকিপার । ৩৮ মিনিটে সাদ উদ্দিন গোলকিপারকে একা পেয়ে শর্ট করেন। তবে, গোলের দেখা মিলেনি। ৪০ মিনিটে আবারো পাল্টা আক্রমণে যায় ভারত। কিন্তু, এ থেকে সাফল্য আসেনি। প্রথমার্ধ গোল শূন্যভাবেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ৪৭ মিনিটে অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়ে ভারতের ডি-বক্সের মধ্যে থাকা ফাহিম মোরশেদ গড়ানো শটে গোল করেন। তবে, সমতায় ফিরতে মাত্র ১৬ মিনিট সময় নেয় ভারত। ৬৩ মিনিটে অভিনাশের গোলে ম্যাচে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিড নেয়ার জন্য বাংলাদেশের কিশোররা একের পর আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।
শিরোপা নির্ধারণের জন্য খেলা টাইব্রেকারে গড়ালে বাংলাদেশ ৪-২ গোলে ভারতকে হারায়। বাংলাদেশের হয়ে গোল করেন আতিকুজ্জামান, সাদ উদ্দিন, ফাহিম মোরশেদ ও জাহাঙ্গীর।

`

বাংলাদেশ সময়: ৩:৩৯:৫৫   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ