খোলা মনে আ’লীগ বিএনপির নিষ্ক্রিয়তায়!

Home Page » জাতীয় » খোলা মনে আ’লীগ বিএনপির নিষ্ক্রিয়তায়!
বুধবার, ১৯ আগস্ট ২০১৫



6.jpg

বঙ্গনিউজ ডটকমঃ
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করা, সরকারের হামলা-মামলা ও কয়েকদফা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অনেকটাই নিষ্ক্রিয়। আর এদিকে দেশের বৃহত্তম এ রাজনৈতিক দলের বেহাল অবস্থায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বর্তমানে সরকারের কাজের গঠনমুলক সমালোচনার জন্য সংসদে নেই কোন শক্ত বিরোধী দল। এমনকি রাজপথেও সরকার ও তার দলের বিরুদ্ধে বিরোধীতা করার কেউ নেই। যারা (বিএনপি) ছিল তাদেরকেও মামলার জালে আটকে ফেলেছে সরকার। আর যারা বাইরে আছেন তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছেন আইন-শৃঙ্খলাবাহিনী।
৫ জানুয়ারির নির্বাচন, সরকার গঠন ও বিএনপির আন্দোলন মোকাবেলাসহ এ পর্যন্ত যত রাজনৈতিক কৌশল অবলম্বন করেছে তার সব কটিই কাজে লাগিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকার ও তার দলের প্রতিরোধের মুখে তিন বার ক্ষমতায় আসা বিএনপির অবস্থা এখন নাজুক।
সরকারের দমন-পীড়ন ও বাধার কারণে দল পুনর্গঠন, দলীয় স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে না বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীনরা বিএনপিকে কাবু করে নিজেদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ফুরফুরে মেজাজে।
আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে দলের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের মাঝামাঝি সময় থেকেই দলের তৃণমূল সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে দলের কয়েকটি টিম কাজ করে যাচ্ছে। এবার তৃণমুলের নেতৃত্ব শিক্ষিত, ইমেজধারী ও দলের প্রতি শ্রদ্ধাশীল নেতাকর্মীদের হাতেই তুলে দেয়া হবে বলেও সূত্রটি জানিয়েছে।
সরকার যেমন অত্যন্ত সাফল্যের সঙ্গে দেশ পরিচালনা করছে, তেমনি তার দল আওয়ামী লীগও দল গোছানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তবে শোকাবহ আগস্ট মাসের জন্য তৃণমূলের সম্মেলন স্থগিত রয়েছে। কারণ সম্মেলন মানে আনন্দ-উৎসব। তাই শোকাবহ আগস্ট মাসের ৪০ দিনের কর্মসূচি পালন শেষে আবারও জেলা সম্মেলন শুরু করা হবে বলে দলীয় একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
দলীয় কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, দল গোছানো একটি চলমান প্রক্রিয়া। আমাদের দল গোছানোর কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরের আগেই জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। এর পরই আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া দলীয় সকল কর্মকাণ্ড স্বাভাবিক ভাবেই চলছে।

বাংলাদেশ সময়: ০:৩৬:৪১   ২৭৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ