ছবি তুলে রাখার নির্দেশনা স্থগিত করল টাকা লেনদেনে।

Home Page » অর্থ ও বানিজ্য » ছবি তুলে রাখার নির্দেশনা স্থগিত করল টাকা লেনদেনে।
বুধবার, ১৯ আগস্ট ২০১৫



1.jpg

বঙ্গনিউজ ডটকমঃ
বাইল ব্যাঙ্কিয়ের মাধ্যমে পাঁচ হাজার কিংবা তারও বেশি অংকের টাকা উত্তোলন কিংবা পাঠাতে গ্রাহকের ছবি তুলে রাখার নির্দেশ সাময়িক স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ৫ হাজার টাকা বা তার বেশি অংকের প্রতিটি ক্যাশ ইন ও ক্যাশ আউট’র সময় গ্রাহকের ছবি তোলার বিষয়টি আপাতত স্থগিত করা হলো।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার এবং তদসংশ্লিষ্ট এজেন্টদের কারিগরি ও অবকাঠামোগত সক্ষমতার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে গ্রাহকের কেওয়াইসিতে দেওয়া তথ্যের সাথে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন তথ্যাবলী একইরকম ও নির্ভুল করতে মোবাইল ফোনের পুনরায় রেজিস্টেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে গত ২ আগস্ট মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে লেনদেন ৫ হাজার টাকার বেশি হলেই গ্রাহকের ছবি তুলে রাখার নির্দেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সংশ্লিষ্ট সকল হিসাবের গ্রাহক পরিচিতিতে ‘নো ইউর ক্লায়েন্ট’ (কেওআইসি) প্রদত্ত তথ্যের সঙ্গে মোবাইল সিমের নিবন্ধন তথ্যাবলী নির্ভুলকরণ এবং অপরাধমূলক লেনদেনের ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বলা হয়।

বাংলাদেশ সময়: ০:০০:১৫   ৭৪৪ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ