এটিই পৃথিবীর প্রথম ফুল।

Home Page » এক্সক্লুসিভ » এটিই পৃথিবীর প্রথম ফুল।
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫



47160_174.jpg

বঙ্গনিউজ ডটকমঃ

আমাদের এই পৃথিবীতে কোন গাছে প্রথম ফুল ফুটেছিল? এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন কি কখনো? যদি হয়েও থাকেন, উত্তর দিতে পেরেছেন কি? পারস্পরিক এই প্রশ্নের উত্তর ‘না’। কিন্তু এবার জানুন সেই গাছের পরিচয়, যার শাখায় ফুটেছিল প্রথম পুষ্পরাজি।

পানিতে জন্মানো মটসেচিয়া ভিডালি প্রজাতির উদ্ভিদে জন্মেছিল প্রথম ফুল। ১২ কোটি ৫০ লাখ বছর আগে স্পেনের লেকে মটসেচিয়া ভিডালি ছিল, যার শাখায় ফুল ও ফল হতো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী এমন দাবি করছেন। তবে শতভাগ নিশ্চিত হওয়ার মতো কোনো উপকরণ নেই তাদের হাতে। এ শুধু গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে বলা হয়েছে।
প্রিসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জার্নালে এ-সম্পর্কিত লেখা প্রকাশিত হয়েছে। অন্যতম গবেষক ও উদ্ভিদবিজ্ঞানী ডেভিড ডিলচার বলেছেন, বিশ্বের ‘প্রথম মানুষ’ আর ‘প্রথম ফুল’ একই রকম টেকনিক্যাল মিথ। অর্থাৎ মানুষের জানার মধ্যে মটসেচিয়া ভিডালি হয়তো ‘প্রথম ফুল’-এর স্বীকৃতি পেতে পারে। তাই বলে এই-ই যে পৃথিবীতে ফোটা প্রথম ফুল, তা গবেষকরাও দাবি করেননি। কারো পক্ষে হয়তো তা সম্ভবও নয়।
মটসেচিয়া ভিডালির ১ হাজার জীবাশ্মের ওপর গবেষণা করে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছেন, এই ফুলের গাছ স্পেনের জলাশয়ে জন্মাত, যা পরে ইউরোপের বিভিন্ন অংশে দেখা যায়। এই উদ্ভিদে ফল হতো এবং প্রতি ফলে একটি করে বীজ থাকত।
এর আগে ধারণা করা হতো বিশ্বের প্রথম ফুলের গাছ ছিল চীনে, যার নাম আর্কেফ্রাক্টাস।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৫৩   ৪১৯ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ