অল জার্মান ফাইনালে শিরোপা মিউনিখের

Home Page » খেলা » অল জার্মান ফাইনালে শিরোপা মিউনিখের
রবিবার, ২৬ মে ২০১৩



130525212202_bayern_munich_464x261_reuters.jpg তোহা,বঙ্গ-নিউজ ডটকমঃ এক বার না পারিলে দেখ শতবার মন্ত্রে যেন উজ্জীবিত ছিল বায়ার্ন মিউনিখ। দুবারের ব্যর্থতার পর তৃতীয় প্রচেষ্টায় চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। অল জার্মান ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ইউরোপ-সেরার তকমা জুটলো বাভারিয়ানদের। তিনবছরে তারা দুটি ফাইনালে হেরেছিল। ঠিক ১২ মাস আগে নিজেদের মাঠে তারা পেনাাল্টি শুটআউটে হার মানে ইংল্যান্ডের চেলসির কাছে। সব মিলিয়ে বায়ার্নের এটি পঞ্চম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। তাদের চেয়ে বেশি রিয়াল মাদ্রিদ নয়বার আর এসি মিলান সাতবার এ শিরোপা জিতেছে। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মারিও মানজুকিচ ও আরিয়েন রোবেনের দুই গোল র্উলাসের উপলক্ষ তৈরি কওে দেয় মিউনিখ জুড়ে। সর্ব জার্মান ফাইনালে গত মাসে গোটা জার্মানি হেসে উঠলেও শনিবার রাতে দেশটির ডর্টমুন্ড অংশে ছিল শোকেরই ছায়া। দারুণ খেলে ফাইনাল অবধি এসেও যে আলোর মশালটা জ্বালান হলো না ইয়ূর্গেন ক্লপের শিষ্যদের। অনেক ব্যবধানে জার্মান লীগ জেতা বায়ার্নকে তারা খেলার দুই তৃতীয়াংশ সময় আটকেও রেখেছিল।
৬০ মিনিটে মানজুকিচের এক সুযোগ-সন্ধানী গোল এগিয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখকে। এর ঠিক সাত মিনিট পর পেনাল্টি থেকে খেলায় সমতা ফিরিয়ে আনেন ডর্টমুন্ডের গুনডোগান। নিজেদের বক্সের মধ্যে বায়ার্নের ব্রাজিলীয় ডিফেন্ডার দান্তে ডর্টমুন্ডের মার্কো রিউসকে ফাউল করলে ইতালিয়অন রেফারি পেনাল্টির নির্দেশ দেন। এরপর দুদলই গোলের জন্য মরিয়া হলেও তার দেখা পাচ্ছিল না। ফলে মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু, খেলার ৮৮ মিনিটে অনেক যুদ্ধে পোড় খাওয়া নায়ক হল্যান্ডের তারকা আরিয়েন রোবেন গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন। এ গোলে অনেক বিরাট পাথর যেন নেমে গেচে তার বুক থেকে। তিন ফাইনালে ২৪টি শট মিস করার পর এই গোল পেলেন তিনি।
খেলার শুরু থেকেই ম্যাচটা যেন ছিল বায়ানের্র। বরুসিয়া ডর্টমুন্ড বায়ানের্র রক্ষণ ভাগে মাঝে-মধ্যে আতংক ছড়ালেও তা গোল পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। বায়ানের্র গোল রক্ষক ম্যানুয়েল ন্যয়ার ডর্টমুন্ডের ওই আক্রমণগুলো সামাল দিয়েছেন দারুণ কারিশমায়। তবে বায়ানের্র কাউন্টার অ্যাটাকের ধার পুরো খেলায় বেশ ভালো করেই বুঝেছে ডর্টমুন্ডের অপেক্ষাকৃত অনভিজ্ঞ রক্ষণ ভাগ। তবে, আলাদা করে বলতেই হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের গোল রক্ষক ও অধিনায়ক রোমান উইডেনফেলারের নাম। বায়ানের্র ক্ষুরধার আক্রমণগুলো এই গোল রক্ষকের সামনে এসেই যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। একের পর এক গোল ঠেকিয়েও শেষ পর্যন্ত তিনি পেরে উঠলেন না মুলার, রিবেরি, মানজুকিচ ও রোবেনের গড়া বাভারিয়ান আক্রমণ ভাগের সঙ্গে। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে রোবেনের গোলটি যেন উইডেনফেলারের প্রতিরক্ষার দেয়াল ভেদ করে জার্মান ফুটবলের মিউনিখ-ডর্টমুন্ড বিভক্তিটাকে আরও স্পষ্ট করে ফুটিয়ে তুললেন।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৪৯   ৪৬২ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ