অতি–বুদ্ধিমানদের জন্য ক্রিকেট নয়!

Home Page » ক্রিকেট » অতি–বুদ্ধিমানদের জন্য ক্রিকেট নয়!
সোমবার, ১৭ আগস্ট ২০১৫



অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় দুই সফল বুদ্ধিমান ক্রিকেটার। ছবি: ফাইল ছবিবঙ্গনিউজ ডটকমঃ ক্রিকেটের সবচেয়ে পুরোনো উক্তি হচ্ছে, এটি ভদ্রলোকের খেলা। ক্রিকেট শুধু ভদ্রলোকের খেলা নয়, ক্রিকেট বেশ জটিল খেলাও। কত শত নিয়মের বেড়াজালে আটকে থেকে এই খেলাটি যে খেলতে হয়, তার কোনো ইয়ত্তা নেই। ক্রিকেট উপভোগ করতে হলে খেলাটা ভালোভাবেই বুঝতে হয়। কিন্তু ক্রিকেট খেলতে যে খুব বেশি বুদ্ধির দরকার, এমন উল্লেখ কিন্তু কোথাও নেই। বরং বিভিন্ন সময়ে দেখা গেছে অতি বুদ্ধিমানেরা এই খেলাটায় ব্যর্থ হয়েছেন বারবার।

এই জটিল খেলায় সফল হওয়া খেলোয়াড়দের আইকিউ (বুদ্ধিমত্তা পরিমাপক) পরীক্ষা করে এক মজার তথ্য জানা গেছে। এই খেলার সর্বকালের সেরা খেলোয়াড়েরা যে খুব বুদ্ধিমান ছিলেন বা প্রবল বুদ্ধিমত্তা ব্যবহার করে খেলাটা খেলেছেন—এমন প্রমাণ পাওয়া যায়নি। বরং সেরা খেলোয়াড়দের ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ খুব কমই পাওয়া গেছে। তবে কোচ ও অধিনায়কের বুদ্ধি একটু বেশি থাকাটা জরুরি। প্রতিপক্ষের ব্যাপারে তথ্য সংকলন, ব্যাটসম্যানদের দুর্বলতা বিশ্লেষণ থেকে শুরু করে সঠিক সময়ে সঠিক জায়গায় ফিল্ডিং প্লেসমেন্টের জন্য অধিনায়কের বুদ্ধিমত্তার প্রখরতা প্রয়োজন। কোচের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। কিন্তু এগুলো সব সময় দলের সাধারণ খেলোয়াড়দের ক্ষেত্রে দরকার নেই। তাঁর নিজের খেলার বাইরে অন্য কিছু না ভাবলেও চলে। কিম হিউজের বুদ্ধিমত্তা নিয়ে অসাধারণ এক উক্তি আছে। অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইক ব্রিয়ারলিকে নিয়ে তাঁর ওই উক্তিটি ছিল এমন, ‘বুদ্ধিমান হওয়া ছাড়া তাঁর আর কোন গুণ নেই’—কথাটি কিন্তু যথেষ্ট সত্য। ব্রিয়ারলিই বোধ হয় ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি কেবল অধিনায়কত্বের কারণেই দলে সুযোগ পেতেন। তাঁর বুদ্ধিমত্তা তাঁকে ভালো অধিনায়ক বানিয়েছিল, কিন্তু নিজের ব্যাটিংকে উন্নত করতে সাহায্য করেনি।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৪   ৩২১ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ