গুলশান কার্যালয়ে জন্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া

Home Page » প্রথমপাতা » গুলশান কার্যালয়ে জন্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া
শনিবার, ১৫ আগস্ট ২০১৫




বঙ্গনিউজ ডটকমঃ আনুষ্ঠানিকভাবে কেক কেটে নিজের ৭০তম জন্মদিন পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার রাত সোয়া নয়টায় তিনি জন্মদিন উদযাপন করেন। কেন্দ্রীয় বিএনপি, ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে আনা পাঁচটি কেক কাটেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। জাসাসের পক্ষ থেকে জন্মদিনের সঙ্গীত পরিবেশন করা হয়। নেতা কর্মীদের শুভেচ্ছার জবাবে খালেদা জিয়াও তাদের ধন্যবাদ জানান এবং দেশবাসীর কাছে দোয়া চান। এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তিনি লন্ডন সফরে যাচ্ছেন। তবে দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, এজেড এম জাহিদ হোসেন, আবদুল কাইয়ূম, শামছুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, সহ সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম, ছাত্রদল সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ , তাতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৫   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ