বঙ্গনিউজ ডটকমঃ স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা ২০মিনিটে তিনি সমাধিসৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
সেখানে তিনি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। জাতির পিতার প্রতি প্রদর্শন করা হয় রাষ্ট্রীয় সালাম। বিউগলে বেজে ওঠে করুণ সুর। বেদিমূলে কিছুক্ষণ তিনি নীরবে দাড়িয়ে থাকেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশ্রসজল হয়ে পড়ে
পরে তিনি ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া, চীফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারাফ হোসেন, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুল হাবিব খান কামাল, নৌ মন্ত্রী শাহজাহান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, গৃহায়ন ও গণ পূর্ত মন্ত্রী ইঞ্জি. মোশারফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ডাক ও তার মন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বাহাউদ্দিন নাসিম এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, এবিএম মহিউদ্দিন চৌধুরী, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহম্মদ, মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভঁইয়া, সেনা বাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোঃ সফিউল হক,নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, পুলিশের আইজিপি একেএম শহিদুল হক, র্যাবের ডিজি বেনজির আহমেদসহ সামরিক বে-সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুল হাবিব খান কামাল এবং আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি সাংবাদিকদের ভিন্ন ভিন্ন বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু হত্যা মামলার যেসমস্ত আসামীরা এখনও বিশ্বের বিভিন দেশে পলাতক রয়েছে, তাদেরকে সরকার আইনগত ভাবে দেশে ফিরিয়ে এনে প্রয়োজনীয় গ্রহণ করবে। এবং বঙ্গবন্ধুর বাকী খুনিদের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী এদশের মাটিতেই হবে বলে জানান তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে অবস্থান করেন। বেলা পৌনে ১১টায় মাজার কমপ্লেক্স মসজিদে জেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি দুপুর ১২টা ৩৫ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চট্রগাম মহানগর আওয়ামীলীগ এর উদ্যোগে চট্রগামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানে ৩০ হাজার লোককে ভোজের আয়োজন করা হয়। শোক দিবসে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ নজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার দলীয় ও সর্বসাধারণ নারী পুরুষ অংশগ্রহণ করে। এছাড়া গোপালগঞ্জ জেলা সদর কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়ায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত মিলাদ মাহফিল এবং প্রার্থনা সহ কাঙ্গালি ভোজের আয়োজনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৭:৫৫ ৩১২ বার পঠিত