আবারও দুঃখপ্রকাশ করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জাপান।

Home Page » বিশ্ব » আবারও দুঃখপ্রকাশ করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জাপান।
শনিবার, ১৫ আগস্ট ২০১৫



178637395.jpg

 বঙ্গনিউজ ডটকমঃ

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁর দেশের ভূমিকার জন্য গভীর দু:খপ্রকাশ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৭০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি জাপানের অতীত সরকারগুলোর অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন। নতুন করে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা তিনি করেন নি।

মিঃ আবে বলেছেন তার দেশের যুদ্ধকালীন তৎপরতার কারণে ওই অঞ্চলে ব্যাপক দুঃখদুদর্শার জন্য জাপানের অনুতপ্ত বোধ করা উচিত। তবে জাপান যে সেসময় একটা আগ্রাসী যুদ্ধ চালিয়েছিল এমন বক্তব্য তিনি এড়িয়ে গেছেন।শিনজো আবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকা নিয়ে কি বলেন, তা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিল এশিয়ায় তাদের অন্যান্য প্রতিবেশীরা। বিশেষ করে চীন এবং দক্ষিণ কোরিয়া, যারা জাপানের হাতে নানাভাবে পর্যদুস্ত হয়েছে।

শিনজো আবে জাপানের যুদ্ধকালীন নৃশংসতাকে খাটো করে দেখাতে চাইতে পারেন, চীন এবং দক্ষিণ কোরিয়ায় মধ্যে এমন একটা আশংকা কাজ করছিল। কিন্তু মিস্টার আবে শেষ পর্যন্ত বেশ সতর্কভাবেই তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

তিনি আগের সরকারগুলোর মত অনেকটা একই ভাষায় যুদ্ধকালীন ভূমিকার জন্য জাপান যে অনুতপ্ত তা জানিয়েছেন, কিন্তু আবার একই সঙ্গে একথাও বলেছেন যে অতীতের এই কাজের জন্য জাপানের সব ভবিষ্যত প্রজন্মকে বছরের পর বছর ক্ষমা চেয়ে যেতে হবে সেটাও ঠিক নয়।তিনি আরও বলেন, জাপান তার অতীতের ভূল থেকে শিক্ষা নিয়েছে। চীন এবং দক্ষিণ কোরিয়ার দিক থেকে জাপানী প্রধানমন্ত্রীর সর্বশেষ বিবৃতির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রধান বার্তা সংস্থা বলেছে, মিস্টার আবে যদিও গভীর দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু ব্যক্তিগতভাবে জাপানের ভূমিকার জন্য ক্ষমা চাননি। অন্যদিকে চীনের সরকারী বার্তা সংস্থা সিনহুয়া মিস্টার আবের সমালোচনা করে বলেছে, তিনি এবার ক্ষমা প্রার্থনা সুরকে যেন আরও নীচু লয়ে নিয়ে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪৪   ৩৪৪ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ